Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে কোপা শুরু কলম্বিয়ার


১৪ জুন ২০২১ ১১:২৭

করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক বছর পিছিয়ে শুরু হয়েছে কোপা আমেরিকা। পিছিয়ে যাওয়া কোপা শুরুর আগেও সেই করোনা যন্ত্রণায় পড়েছে কলম্বিয়া। টুর্নামেন্ট শুরুর আগের দিন কলম্বিয়া দলের দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে দুঃসংবাদটা মাঠের ফুটবলে প্রভাব ফেলল কমই। কোপায় নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আজ দারুণ এক জয় পেয়েছে কলম্বিয়া।

সোমবার (১৪ জুন) ব্রাজিলের কুইয়াবার এরিনা পান্তানালে কলম্বিয়া-ইকুয়েডরের লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। প্রথম দিকে ম্যাচে ইকুয়েডরের প্রভাবই ছিল বেশি। বারবার আক্রমণে উঠছিল দলটি। কিন্তু শেষ শটটি ঠিকভাবে না নিতে পারার হতাশা ভুগতে হলো একাধীকবার।

বিজ্ঞাপন

প্রতিআক্রমণে ৪২ মিনিটে সুযোগ তৈরি করে সেটা আর নষ্ট করেননি কলম্বিয়ার এডউইন কারদোনা। দারুণ এক প্রতিআক্রমণে ডি-বক্সে বল পেয়ে ড্রাইভিং শটে ইকুয়েডর গোলরক্ষককে ফাঁকি দেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

১-০ তে পিছিয়ে থাকা ইকুয়েডর দ্বিতীয়ার্ধে হন্যে হয়ে গোল খুঁজেছে। কলম্বিয়াও ব্যবধান বাড়াতে চেয়েছে। তবে সফল হতে পারেনি কোনো দলই। যাতে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কলম্বিয়া।

কোপা আমেরিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর