Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী গ্রুপ ক্রিকেটার্সের টানা তৃতীয় জয়


১৩ জুন ২০২১ ১৮:৫৭

শুরুটা ভালো না হলেও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্স ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। খেলাঘর সমাজ কল্যাণ সংঘের বিপক্ষে আজ ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের এটা টানা তৃতীয় জয়। অষ্টম ম্যাচে পঞ্চম জয় পেলো দলটি। এদিকে লিগের অপর ম্যাচে মুনিম শাহরিয়ারের দারুণ এক ইনিংসে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩০ রানে জিতেছে মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড। অন্য ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১ রানে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন।

বিজ্ঞাপন

রোববার (১৩ জুন) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির চার নম্বর মাঠে টপ অর্ডারের ব্যর্থতায় ২০ ওভারে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি খেলাঘর। মিডিল অর্ডারে ৩৭ বলে ৫টি চার ৪টি ছক্কায় ৫৯ রান করে এতে বড় অবদান মাসুম খানের। গাজী গ্রুপের হয়ে মুমিনুল হক ২৭ রানে নিয়েছেন দুই উইকেট।

জবাব দিতে নেমে গাজী গ্রুপের শুরুটাও ভালো হয়নি। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ফিরে যান দুই ওপেনার সৌম্য সরকার ও শেখ মেহেদি হাসান। তবে তারপর মুমিনুল হক ও ইয়াছির আলি রাব্বির ব্যাটে প্রতিরোধ গড়া গাজী গ্রুপকে পরে জিতিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। পাঁচে নেমে ৪৮ বলে ৩ চার ২ ছয়ে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৪৪ রান তুলে ফেলে গাজী গ্রুপ।

মুমিনুল ২০ বলে ২২ ও ইয়াছির ১৫ বলে ২৪ রান করেন। খেলাঘরের হয়ে ২১ রানে দুই উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ।

অপর ম্যাচে উড়তে থাকা মুশফিকুর রহিমের আবাহনীকে রুখতে পারেনি তামিম ইকবালের প্রাইম ব্যাংক। তরুণ ওপেনার মুনিম শাহরিয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৩ রানের বড় স্কোর গড়ে আবাহনী। ওপেনিংয়ে নেমে ৫০ বল খেলে ৯২ রানে অপরাজিত থাকেন মুনিম। তার ইনিংসে চারের মার ৯টি, ছক্কা ৫টি। এছাড়া ২১ বলে ৩০ করেছেন নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে প্রাইম ব্যাংকের পক্ষে তামিম ইকবাল শুরুটা করেছিলেন দারুণ। কিন্তু সঙ্গ দেওয়ার মতো অন্য কাউকে খুঁজে পেলেন না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। বৃষ্টির কারণে ১৯ ওভারে প্রাইম ব্যাংকের টার্গেট দাঁড়ায় ১৭৪ রান। প্রাইম ব্যাংকের ইনিংস থেমেছে ১৪৩ রানে।

তামিম ৪১ বলে ৮টি চার ১টি ছয়ে ৫৫ রান করেছেন। মোহাম্মদ মিঠুন ২৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন। আবাহনীর হয়ে তানজিদ হাসান সাকিব ও আমিনুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।

শাইনপুকুর-ব্রাদার্স ম্যাচের নায়ক মিজানুর রহমান। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে তারুণ্যনির্ভর শাইনপুকুর। ৩২ বলে ৪৪ রান করেন তাওহিদ হৃদয়। ৩৮ বলে ৪৪ করেছেন সাব্বির হোসেন। পরে মিজানুরের ৭৯ রানের কল্যাণে ১৮ ওভারে ব্রাদার্সের রান ছিল ৪ উইকেট ১৩২। বৃষ্টির কারণে সেখানেই ম্যাচ শেষ হয়েছে। ডিএল ম্যাথডে ১ রানের জয় পায় ব্রাদার্স। মিজানুর ৫৬ বলে ১০টি চার ২টি ছয়ে ৭৯ রান করেন।

আবাহনী লিমিটেড গাজী গ্রুপ ক্রিকেটার্স ঢাকা প্রিমিয়ার লিগ তামিম ইকবাল

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর