Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু সাকিব নয়, খালেদ মাহমুদেরও দোষ দেখছেন রকিবুল


১২ জুন ২০২১ ১৯:০৮ | আপডেট: ১২ জুন ২০২১ ১৯:৪২

সাকিব আল হাসানের স্ট্যাম্প ভাঙা নিয়ে তুলকালাম চলছে ক্রিকেটপাড়ায়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলেন মোহামেডান অধিনায়ক সাকিব। পরে ড্রেসিংরুমে ফেরার পথে আবাহনীর কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বাকবিতাণ্ডে জড়িয়ে পড়েন সাকিব। এদিকে, এই ঘটনায় সাকিবের সঙ্গে খালেদ মাহমুদেরও দোষ দেখছেন সাবেক অধিনায়ক ও বিসিবির অফিসিয়াল ম্যাচ রেফারি রকিবুল হাসান।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুন) সারাবাংলার সঙ্গে আলাপকালে নন্দিত এই সাবেক ক্রিকেটার বলেন, খালেদ মাহমুদের উচিত ছিল পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়ার। কিন্তু তিনি উল্টো পরিস্থিতি উতপ্ত করেছেন। করোনাকালে মাঠে দর্শক ঢোকার অনুমতি না থাকলেও মাঠে দর্শক কিভাবে এলো সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

গতকাল আবাহনী-মোহামেডান ম্যাচে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে জোড়ালো আবেদন করেছিলেন মোহামেডান অধিনায়ক সাকিব। আম্পায়ার আউট না দিলে লাথি দিয়ে আম্পায়ারের সামনে থাকা স্ট্যাম্প এলোমেলো করে দেন তিনি। পরে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান।

কিছুক্ষণ পর তেড়ে এসে আম্পায়ারের সামনে থাকা তিনটি স্ট্যাম্প উপড়ে ফেলেন সাকিব। বৃষ্টির কারণে মাঠ ছাড়ার সময় সাকিবের সঙ্গে লেগে যায় আবাহনীর কোচ খালেদ মাহমুদের। পরে জানা যায়, মাঠ ছাড়ার সময় গ্যালারী থেকে সাকিবকে আপত্তিকর কথা বলেছিলেন কিছু দর্শক। সাকিব তাদেরকে শাসিয়েছেন। খালেদ মাহমুদ তারপর তেড়ে আসেন সাকিবের দিকে। তিনি নাকি বুঝেছিলেন, আবাহনীর খেলোয়াড় বা ড্রেসিংরুমকে লক্ষ্য করে বকাঝকা করেছেন সাকিব।

এ বিষয়ে রকিবুল হাসান বলেন, ‘আমি মনে করি এখানে দুজনেরই দোষ আছে। আর আমার প্রশ্ন হলো যে এই টুর্নামেন্টটা হচ্ছে বায়ো-বাবলের মধ্যে। তাহলে কী করে বাবলের মধ্যে দর্শকরা ঢুকতে পারল? আবাহনীর সাপোর্টাররা ছিলেন মাঠে, নিশ্চয় তারা সাকিবকে কিছু একটা বলেছে। সে প্রতিউত্তরে কিছু বলেছে। আর তাতে খালেদ মাহমুদ তেড়ে গেছে। এখানে তো দুজনেরই দোষ। তিনি (খালেদ মাহমুদ) একজন পরিচালক, তাকে বুঝতে হবে। তার উচিত ছিল দর্শকদের থামানো। তিনি সেটা করেননি, কেন করেননি আমি জানি না।’

বিজ্ঞাপন

সাকিবের অমন আচরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব দেশের ক্রিকেটের রোল মডেল। তাকে দেখে তরুণরা শিখবে। ফলে তার এমন আচরণ সত্যিই নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত। আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে এমনটি দেখিনি। প্রতিটি প্লেয়ার জানে মাঠে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। অতএব দায় এড়াতে পারবে না। জানি না তার কতোটুকু শাস্তি হবে বা কী হবে।’

খালেদ মাহমুদ সুজন টপ নিউজ ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর