চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন সাকিব!
১২ জুন ২০২১ ১৩:২৬ | আপডেট: ১২ জুন ২০২১ ১৬:৪২
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে মোহামেডানের বিপক্ষে ম্যাচ চলাকালীন সাকিব আল হাসান গতকাল যে উদ্ধত্যপূর্ণ আচরণ মাঠে দেখিয়েছেন সেজন্য তাকে ন্যূনতম চার ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে। আর যদি ফিল্ড আম্পায়ার এবং ম্যাচ রেফারি বিষয়টি আরও গুরুত্ব সহকারে নেন সে ক্ষেত্রে তাঁর নিষিদ্ধ হওয়া ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে আটে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র শনিবার (১২ জুন) সারাবাংলা’কে এ খবর নিশ্চিত করেছেন।
সূত্রটির দেয়া তথ্যমতে, ‘সাকিবের বিরুদ্ধে লেভেল তিন বিধি ভঙ্গের অভিযোগ আনা হলে চার ম্যাচ নিষিদ্ধ হবেন। আর যদি ফিল্ড আম্পায়ার তাঁর সঙ্গে করা উদ্ধত আচরণ এর বিষয়টি বিবেচনায় নিয়ে একটি সুপারিশ প্রতিবেদন সাকিবের বিরুদ্ধে বিসিবির শৃঙ্খলা কমিটির কাছে দাখিল করেন সেক্ষেত্রে শাস্তির মেয়াদ আরও বাড়বে। কারণ সাকিব মাঠে পাঁচটি ঘটনা ঘটিয়েছেন। প্রথমত তিনি স্ট্যাম্পে লাথি মেরেছেন, দ্বিতীয়ত, আম্পায়ারের সঙ্গে অশোভন আচারণ করেছেন, তৃতীয়ত, স্ট্যাম্প উপড়ে ফেলেছেন, চতুর্থত, গ্রাউন্ডস কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন আর পঞ্চমত, তিনি ডাগআউটে থাকা আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন এর সঙ্গে তর্কে জড়িয়েছেন।’
প্রসঙ্গত, শুক্রবার (১১ জুন) আবাহনী ও মোহামেডানের ম্যাচ চলাকালীন আবাহনীর ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের খেলা চলছিল তখন। মোহামেডানের ১৪৫ রানের জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়া আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম ছিলেন ব্যাটিংয়ে। সাকিব নিজের প্রথম ওভার করতে এসেছিলেন। এক চার এক ছয়ে প্রথম তিন বল থেকে ১০ রান তুলে নেন মুশফিক। ওভারের পঞ্চম বলে জাতীয় দলের দীর্ঘ দিনের সতীর্থের বিপক্ষে জোরালো আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। তারপর সাকিব যা করলেন দেশের ক্রিকেটে অতীতে তা কখনো দেখা গেছে কিনা সন্দেহ!
আম্পায়ার সাড়া না দিলে নিজেকে যেন হারিয়ে ফেললেন সাকিব আল হাসান। লাথি দিয়ে কাছের স্টাম্প ভেঙে ফেললেন। মুখোমুখি হয়ে তর্কে জড়ান আম্পায়ারের। কিছুক্ষণ পর ফিরে এসে আম্পায়ারের সামনের থাকা তিন স্টাম্পই তুলে মাটিতে আছড়ে ফেলেন। এখানেই শেষ নয়।
বৃষ্টিতে খেলা বন্ধ হলে ড্রেসিংরুমে ফেরার পথে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান সাকিব। মাঠ ছাড়ার পথে কিছু একটা বলছিলেন সাকিব। খালেদ মাহমুদ তেড়ে যান তাতে। পরে দুই দলের ক্রিকেটাররা এসে দুজনকে দুই ড্রেসিংরুমের দিকে টেনে নিয়ে গেছেন।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন সাকিব। আবাহনীর ড্রেসিংরুমে গিয়েও ক্ষমা চেয়েছেন। দাবি করেছেন, মাঠ ছাড়ার সময় আবাহনীর কয়েজন দর্শক আপত্তিকর কথা বলেছেন তাকে। ফলে তাদেরকেই কিছু একটা বলেছেন তিনি, আবাহনী দলের কাউকে নয়।
সারাবাংলা/এমআরএফ/এসএস
অশোভন আচরণ আবাহনী বনাম মোহামেডান টপ নিউজ নিষিধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসান