Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাথি দিয়ে স্টাম্প ভাঙলেন সাকিব


১১ জুন ২০২১ ১৬:৫৭ | আপডেট: ১১ জুন ২০২১ ২১:১৬

জোরালো আবেদন করলে আম্পায়ার তাতে সাড়া দিলেন না। নিজেকে যেন হারিয়ে ফেললেন সাকিব আল হাসান। লাথি দিয়ে কাছের স্টাম্প ভেঙে ফেললেন। মুখোমুখি হয়ে তর্কে জড়ালেন আম্পায়ারের। কিছুক্ষণ পর আম্পায়ারের সামনের থাকা তিন স্টাম্পই তুলে মাটিতে আছড়ে ফেলেন সাকিব। ড্রেসিংরুমে ফেরার পর আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন সাকিব। পরে দুই দলের ক্রিকেটাররা এসে দুজনকে দুই ড্রেসিংরুমের দিকে টেনে নিয়ে গেছেন। সাকিব আল হাসানের এমন রুদ্র মূর্তি দেখা গেল আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ৪০তম ম্যাচে।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ জুন) ডিপিএলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী। ঘটনা আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে।

মুশফিকুর রহিম ছিলেন ব্যাটিংয়ে। সাকিব নিজের প্রথম ওভার করতে এসেছিলেন। এক চার এক ছয়ে প্রথম তিন বল থেকে ১০ রান তুলে নেন মুশফিক। পরে এক ডেলিভারিতে জাতীয় দলের দীর্ঘ দিনের সঙ্গীর বিপক্ষে জোড়ালো আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। তারপর সাকিব যা করলেন দেশের ক্রিকেটে অতীতে তা কখনো দেখা গেছে কিনা সন্দেহ!

এর আগে ম্যাচে প্রথমে ব্যাটিং করে নিধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলেন প্রথমে ব্যাটিং করতে নামা মোহামেডান। অধিনায়ক সাকিব চারে ব্যাট করতে নেমে ২৭ বলে করেছেন ৩৭ রান। এছাড়া মাহমুদুল হাসান ৩০ ও পারভেজ হোসেন ইমন ২৭ রান করে।

পরে জবাব দিতে নেমে দলীয় ৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়েছে আবাহনী।

টপ নিউজ ডিপিএল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর