একের বেশি ভেন্যুতে খেলতে চায় না অস্ট্রেলিয়া
১০ জুন ২০২১ ১৭:০৯
করোনা মহামারির কারণে বাংলাদেশ সফরে একের বেশি ভেন্যুতে খেলতে চায় না অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন সিরিজটির জন্য ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামের নাম প্রস্তাব করলেও সফরে শুধুই ঢাকায় খেলতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিসিবি চাইছিল উইকেটের মান বজায় রাখতে যেন দুই ভেন্যুতে সিরিজটি গড়ায়। কিন্তু দেশের ক্রমবর্ধমান করোনার বিস্তারের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া তা মানতে চাইছে না।
বৃহস্পতিবার (১০ জুন) সংবাদ মাধ্যমকে এখবর নিশ্চিত করেছে বিসিবি’র নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র ।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরের কথা রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের।