Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা আমেরিকায় ব্রাজিলের শক্ত দল ঘোষণা


১০ জুন ২০২১ ১৪:০৮

কলম্বিয়া, আর্জেন্টিনা থেকে সরিয়ে ব্রাজিলে কোপা আমেরিকার আয়োজন চলছে। তবে দেশটিতে কোপা হবে কিনা তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। মহামারী করোনাভাইরাসের কারণে ব্রাজিলের অনেকেই চাচ্ছেন না এই অবস্থায় দেশে কোপার মতো বড় কোনো আয়োজন বসুক। দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও বেঁকে বসেছে। এদিকে, এরই মধ্যে কোপার জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। তারকাদের নিয়ে শক্ত দলই দিয়েছেন কোচ তিতে।

সর্বশেষ দুই ম্যাচের স্কোয়াড থেকে কোপার স্কোয়াডে মাত্র একটা পরিবর্তন এনেছেন তিতে। বেনফিকার ডিফেন্ডার লুকাস ভেরিসিমোর জায়গায় ডেকেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফেলেপেকে। চোটের কারণে ছিটকে যাওয়া অভিজ্ঞ দানি আলভেজের জায়গায় ডাক পেয়েছেন বার্সেলোনার এমারসন

বিজ্ঞাপন

চোটের কারণে অনেকদিন বাইরে থাকা চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা থিয়েগো সিলভা ডাক পেয়েছেন দলে। আক্রমণভাগকে নেতৃত্ব দিবেন যথারীতি নেইমার। চোট কাটিয়ে সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছেন পিএসজি তারকা। বাছাই পর্বের সর্বশেষ দুই ম্যাচে গোল করেছেন, করিয়েছেন। কোপায় আলাদা নজরই থাকবে নেইমারের ওপর। এর আগে পাঁচবার কোপা আয়োজন করে পাঁচবারই শিরোপা জিতেছে ব্রাজিল। এবার তার পূনরাবৃত্তিতে সবচেয়ে বড় দায়িত্ব নেইমারের ওপর।

কোপায় ‘বি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। গ্রুপের অপর তিন সদস্য কলম্বিয়া, একুয়েডর ও পেরু।

কোপা আমেরিকায় ব্রাজিল দল

গোলকিপার: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: এমারসন (বার্সেলোনা), দানিলো, অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি, ফেলিপে (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।

বিজ্ঞাপন

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার সিটি), লুকাস পাকেতা (লিওঁ)।

ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

কোপা আমেরিকা ব্রাজিল ফুটবল

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর