Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাস্তি পেতে হচ্ছে না মোহামেডানকে


৯ জুন ২০২১ ১৭:২০ | আপডেট: ৯ জুন ২০২১ ১৭:২১

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে অনুশীলনের সময় জৈব সুরক্ষা বলয় ভাঙলেও শাস্তির মুখে পড়তে হচ্ছে না দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে। শুনানিতে অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ক্লাবটি। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য মোহামেডানকে নোটিশ দিবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

মঙ্গলবার (৮ জুন) বায়ো-বাবল ভাঙার বিষয়ে ভার্চ্যুয়ালি এক শুনানি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিসিডিএম। তাতে উপস্থিত ছিলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান, ক্লাবটির ম্যানেজার ও শীর্ষ কর্মকর্তারা। শুনানিতে দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে মোহামেডান।

বিজ্ঞাপন

এক ভিডিও বার্তায় আজ বুধবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি।…মোহামেডান ক্লাবের শীর্ষ কর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভঙ্গের ঘটনা ঘটেছে এটা নিয়ে তারাও অবগত, তারাও সেটা শেয়ার করেছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন।’

তিনি বলেন, ‘আমরা বিসিবি থেকে ও সিসিডিএম থেকে নিশ্চিত করতে চাই যে, সামনে টুর্নামেন্ট যেন নিরাপদে হয়। এটা নিশ্চিত করতে আমরা সব ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। বায়ো বাবলের মেইনটেন্স যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছি। সামনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এর জন্য মোহামেডান ক্লাবকেও একটা নোটিশ আমরা দিব। আশা করছি, আমরা টুর্নামেন্টটি সফলভাবে চালিয়ে নিয়ে যেতে পারব।’

প্রশ্ন উঠেছিল সাকিব আল হাসানের গত ৪ জুনের অনুশীলন নিয়ে। দলীয় অনুশীলন না থাকলেও মোহামেডান অধিনায়ক সেদিন এককভাবে দীর্ঘ সময় একাডেমি মাঠে অনুশীলন করেন। অনুশীলনে সাকিবকে বোলিং করেন মাস্কো ক্রিকেট একাডেমির দুইজন বোলার, যারা বিসিবির জৈব-সুরক্ষা বলয়ের বাইরের। সাদা শার্ট পরা এক ব্যক্তিকেও দেখা যায় অনুশীলনে, যিনি মোবাইলে ছবি তুলছিলেন এবং ক্রিকেটারদের সংস্পর্শে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি জানার পর গত ৫ জুন এক বিবৃতিতে তদন্তের ঘোষণা দেয় সিসিডিএম। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল বিবৃতিতে।

ঢাকা প্রিমিয়ার লিগ মোহামেডান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর