Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরো ২০২০: ‘বি’ গ্রুপে হট ফেভারিট বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
৯ জুন ২০২১ ০৯:০৮

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালে। তবে মহামারি করোনাভাইরাসের আবির্ভাবে গোটা পৃথিবী থমকে যাওয়ায় গত বছর স্থগিত করা হয় ইউরোর আসর। আর একই সময়ে একই নিয়মে আসরটি ২০২১ সালে আয়োজনের ঘোষণা দেয় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। এবারে দরজায় কড়া নাড়ছে ইউরো। ছয়টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে ২৪টি দল। যেখানে গ্রুপ ‘বি’তে অবস্থান করছে ইউরোর শিরোপা জয়ের অন্যতম দাবিদার বেলজিয়াম। সঙ্গে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড এবং রাশিয়া।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে ইউরো শুরু হবে ১১ জুন, শেষ হবে ১১ জুলাই। কারা জিতবে এবারের ইউরো? ফাইনালের আগে এটা শত কোটি টাকার প্রশ্ন! এবারের ইউরো চ্যাম্পিয়ন দল প্রাইমমানি পাবে ১ কোটি ইউরো। টাকার অঙ্কে ১ কোটি ইউরো প্রায় ১০০ কোটি টাকা। ফলে প্রশ্নটাকে ১০০ কোটির টাকার বলাই যায়। দামি প্রশ্নটা টুর্নামেন্টের ফাইনালের দিনের জন্যই তোলা থাক। তার আগে চলুন, গ্রুপ ভিত্তিতে ইউরোর দলগুলোর খুঁটিনাটি জেনে নেই-

বিজ্ঞাপন

গ্রুপ ‘বি’তে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের সঙ্গে আরও আছে ১০-এ থাকা ডেনমার্ক, ৫৪’তে থাকা ফিনল্যান্ড এবং ৩৮ নম্বরে থাকা রাশিয়া। তবে নিঃসন্দেহে গ্রুপ পর্বের শীর্ষ দল বেলজিয়ামই।

ইউরোর মূলপর্বে মাঠে নামার আগে নিজেদের শেষ ৯টি ম্যাচে অপরাজিত বেলজিয়াম। এর ভেতরে মাত্র দুটি ম্যাচে ড্র আর জিতেছে বাকি সাতটিতে। শেষবার উয়েফা নেশনস লিগে বেলজিয়াম হেরেছিল ইংল্যান্ডের কাছে। এরপর ইংল্যান্ডকে হারের স্বাদও দিয়েছিল রেড ডেভিলসরা। এমনকি ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও জয় আছে বেলজিয়ামের।

এদিকে দীর্ঘ প্রায় দেড় বছর পর ইনজুরি কাটিয়ে মাঠে নেমেছেন তারকা ফুটবলার এডেন হ্যাজার্ড। আর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়ার পর অবশেষে যোগ দিয়েছেন কেভিন ডি ব্রুইনও। তাই তো সবমিলিয়ে বেশ প্রফুল্ল আছে বেলজিয়াম। রবার্তো মার্টিনেজের শিষ্যরা ইউরোর অন্যতম ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে।

এর মধ্যেই ২৬ জনের দীর্ঘ স্কোয়াডও ঘোষণা করেছে তারা। দেখে নেওয়া যাক বেলজিয়ামের স্কোয়াড।

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সিমন মিগনোলেট, মাতজ সেলস।

রক্ষণভাগ: টবি অ্যাল্ডারয়ের্ল্ড, ডেড্রিক বোয়াতা, জেসন ডেনায়ের, থমার ভারমালিন, জান ভের্টঙ্গেন।

মধ্যমাঠ: তিমুথি কাস্তাগ্নে, নাসের চ্যাডলি, ইয়ানিক কারাস্কো, কেভিন ডি ব্রুইন, লেন্ডার ডেন্ডঙ্কার, থোরগান হ্যাজার্ড, থমাস মুনিয়ের, ডেনিস প্রায়েট, ইউরি তালিমান্স, হান্স ভানাকেন এবং অ্যাক্সেল উইটসেল।

ফরোয়ার্ড: মিচি বাতসুয়াই, ক্রিস্তিয়ান বেনটেকে, জেরেমি ডকু, রোমেলো লুকাকু, ড্রায়েস মার্টেন্স, লেওন্দ্রো ট্রোসসার্ড এবং এডেন হ্যাজার্ড।

গ্রুপের বাকি দুই দলের ভেতর কিছুটা এগিয়ে আছে ডেনমার্ক। ফিফা র‍্যাংকিংয়ের ১০ নম্বরে থাকা দল নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতেও হারের মুখ দেখেনি। তাই তো বেলজিয়ামের পরেই গ্রুপ ‘বি’র সেরা দল ডেনমার্ক। আর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্যও কিছুটা এগিয়ে থাকবে ডেনমার্ক। ১২ জুন ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর যাত্রা শুরু করবে ডেনমার্ক।

দেখে নেওয়া যাক ফিনল্যান্ডের স্কোয়াড:

গোলরক্ষক: ক্যাস্পার স্মাইকেল, জোনাস লোসসি, ফ্রেডেরিক রোনো।

রক্ষণভাগ: সিমোন কায়ের, অ্যান্দ্রেয়াস ক্রিস্তিয়ানসেন, জানিক ভেস্তেরগার্ড, জোয়াকিম অ্যান্ডারসেন, ম্যাথিয়াস জরগেনসেন, ড্যানিয়েল ওয়াস, জেন্স স্ট্র্যাগার, জোয়াকিম মায়েল, নিকোলাই বোয়িলসেন।

মধ্যমাঠ: ক্রিস্তিয়ান এরিকসেন, থমার ডিলনে, পিয়েরে এমিল হইবার্গ, ম্যাথিয়াস জেনসেন, ক্রিস্তিয়ান নরগার্ড, অ্যান্দ্রেয়াস ক্রিস্তিয়ানসেন।

ফরোয়ার্ড: ক্যাস্পার ডলবার্গ, জোনাস উইন্ড, আন্দ্রেস করনেলিয়াস, মার্টিন ব্র্যাথওয়েট, রবার্ট স্কভ, মিকেল ডামসগার্ড, ইউরুফ পোলসেন এবং আন্দ্রেস স্কভ অলসেন।

গ্রুপের পর্ব থেকে তিনটি দলের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকায় তৃতীয় দল হিসেবে এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে রাশিয়া। ফিফা র‍্যাংকিংয়ের ৩৮ নম্বরে থাকা রাশিয়া ২০১৮ বিশ্বকাপে যেমন ঘরের মাঠে দুর্দান্ত পারফম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল। ঠিক তেমনই এক পারফরম্যান্সের আশা করতেই পারেন রাশিয়ানরা। পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে তাদের জন্য। গ্রুপ পর্ব থেকে তৃতীয় দল হিসেবেও শেষ ষোলতে জায়গা পেতে পারেন তারা। কিন্তু এর জন্য অবশ্য তাকিয়ে থাকতে হবে অন্যান্য গ্রুপ গুলোর দিকেও।

এক নজরে রাশিয়ার ইউরো স্কোয়াড:

গোলরক্ষক: ইউরি দাইপিন, মাতভেই সফোনভ, অ্যান্তন শুনিন।

রক্ষণভাগ: জর্জি ঝিকিয়া, ইগর ডিভেভ, ইউরি ঝিরকভ, কারাভেভ, ফেদর কুদ্রায়াশভ, আন্দ্রে সেমেনভ, মারিয়া ফার্নান্দেজ।

মধ্যমাঠ: দিমিত্রি বারিনভ, রিফাত ঝেমালেতদিনভ, মাকসিম মুখিন, আলেক্সান্দ্র গোলোভিন, ডানিল ফোমিন, রোমান জোবনিন, আলেক্সি আইনভ, ডালের কুযায়ায়েভ, আন্দ্রে মোস্তোভ, ম্যাগোমেড ওজডয়েভ, ডেনিস মাকারভ, আলেকসি মিরানচাঙ্ক, ডেনিস চেরিশেভ।

ফরোয়ার্ড: আরতেম ডযুবা, অ্যান্তন যাবোলোত্নি, আলেকসান্দ্র সোবলেভ।

গ্রুপের বাকি দল ফিনল্যান্ড। শক্তিমত্তার বিচারে বাকিদের তুলনায় পিছিয়ে থাকলেও নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষকেই হারানোর ক্ষমতা আছে তাদের। ফিফার র‍্যাংকিংয়ে ৫৪ নম্বরে থাকা ফিনল্যান্ড নিজেদের শেষ তিন ম্যাচে হেরেছে। তবে কিছুদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকেও ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল তারা। তাই তো শক্তিমত্তার বিচারে পিছিয়ে থাকলেও তাদের গণনার বাইরে রাখার মতো সুযোগ দিবে না ফিনল্যান্ড।

ফিনল্যান্ডের ইউরো স্কোয়াড:

গোলরক্ষক: লুকাস হ্রাডেকি, জেসে জরনেন, আনসি জাক্কোলা।

রক্ষণভাগ: পওলাস আরজুরি, লেও ভাইসানেন, সাউলই ভাইসানেন, ড্যানিয়েল ওশাউগ্নেসি, রবার্ত ইভানভ, জেরে ইউরোনেন, নিকোলাই আলোহ, জুক্কা রাইতালা, জুনা তোইভিও, রবিন লড, পাইরি সইরি।

মধ্যমাঠ: জনি কাউকো, অন্নি ভালাকারি, রাসমাস স্খুল্লার, থমাস লাম, টিম স্প্রাভ, ফ্রেড্রিক জেনসেন, রবার্ট টেইলর গ্লেন কামারা।

ফরোয়ার্ড: লস্যি লাপ্পালাইনেন, টেমু পুক্কি, জোয়েল পোহানপালো এবং মার্কাস ফোরস।

গ্রুপ ‘বি’র ম্যাচ সময়সূচি:

ডেনমার্ক বনাম ফিনল্যান্ড (পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন, ডেনমার্ক, বাংলাদেশ সময় রাত ১০টা)

বেলজিয়াম বনাম রাশিয়া, (সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া বাংলাদেশ সময় রাত ১টা)।

ফিনল্যান্ড বনাম রাশিয়া (সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া; বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)

ডেনমার্ক বনাম বেলজিয়াম, (পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন, ডেনমার্ক; বাংলাদেশ সময় রাত ১০টা)।

রাশিয়া বনাম ডেনমার্ক, (পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন, ডেনমার্ক; বাংলাদেশ সময় রাত ১টা)।

ফিনল্যান্ড বনাম বেলজিয়াম, (সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া; বাংলাদেশ সময় রাত ১টা)।

আরও পড়ুন: এক নজরে ইউরো-২০২০’র ভেন্যু এবং সময়সূচি

ইউরো ২০২১: ‘এ’ গ্রুপের রাজা ইতালি

সারাবাংলা/এসএস

ইউরো ২০২০ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ গ্রুপ বি ডেনমার্ক ফিনল্যান্ড বেলজিয়াম রাশিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর