Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাদার্সের জয়ে প্রশ্নবিদ্ধ ওল্ড ডিওএইচএসের ব্যাটিং


৭ জুন ২০২১ ১৫:২৩

জয়ের জন্য শেষ ১২ বলে ১৩ রান লাগত ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবের। হাতে ছিল নয়টি উইকেট। দুই সেট ব্যাটার মাহমুদুল হাসান জয় ও আনিসুল ইসলাম ইমন তখন ক্রিজে। জয় ছাড়া আর কি-ই বা ভাবছিল ক্লাবটির সমর্থকরা। কিন্তু সবাইকে হতবাগ করে শেষ পর্যন্ত ম্যাচ হারল ওল্ড ডিওএইচএস! ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২১তম ম্যাচে ব্রাদার্স ইউনিয়সের বিপক্ষে আজ ২ রানে হেরেছে ডিওএইচএস।

সোমবার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্সের ১৩৯ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই দারুণ এগুচ্ছিল ডিওএইচএস। ওপেনিং জুটিতে ৫৭ রান তোলেন দুই ওপেনার রাকিন আহমেদ ও আনিসুল ইসলাম ইমন। রাকিব ৩১ বলে ৩৩ রান করে ফিরলে তিনে নেমে ইমনের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদুল।

বিজ্ঞাপন

এই জুটিতে জয় দেখছিল ডিওএইচএস। কিন্তু শেষ দুই ওভারে ক্লাবটির ব্যাটারদের ঘাড়ে কী ভূত চেপে বসল কে জানে! মানিক খানের করা ১৯তম ওভার থেকে ৬ রান তুলে ইমনকে হারায় ওল্ড ডিওএইচএস। ফেরার আগে ৫০ বলে ৩টি চার ৪টি ছয়ে ৬৪ রান করেন ইমন। পরের ওভারের দ্বিতীয় বলে ফিরে জান ৩৩ বলে ৩৪ রান করা জয়। তারপর ৪ বলে লাগত ৬ রান। প্রিতম কুমার ও রায়ান রহমান সেই সমীকরণ আর মেলাতে পারেনি। ৩ উইকেটে ১৩৭ রানে থেমেছে ডিওএইচএসের ইনিংস।

এর আগে ব্রাদার্সের ১৩৯ রানের সংগ্রহে বড় অবদান মাইশুকুর রহমানের। শুরুতে বিপদে পড়া ব্রাদার্সের হয়ে মিড অর্ডারে নেমে ৪৮ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মাইশুকুর। তার ইনিংসে চার-ছয় চারটি করে। এছাড়া মিজানুর রহমান ২১ ও রাহাতুল ফেরদৌস ২৪ রান করেন।

ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগ ব্রাদার্স ইউনিয়স