Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুসলিম ও নারীদের আপত্তিকর মন্তব্য করে নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
৭ জুন ২০২১ ০৬:০৪

ধারণা কর হয়েছিল আগেই সদ্যই ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়া পেসার ওলে রবিনসন নিষিদ্ধ হতে পারেন। ২০১২-২০১৩ সালে টুইটারে মুসলিম এবং নারীদের নিয়ে বৈষম্যমূলক মন্তব্য করেছিলে তিনি। আর ৯ বছর আগে করা তাঁর সেই টুইটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করেছে ইসিবি। রবিনসনের বিরুদ্ধে অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে শাস্তি প্রদান করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি।

বিজ্ঞাপন

রোববার এক অফিসিয়াল বিবৃতিতে ওলে রবিনসনের নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করে ইসিবি।

অভিষেকেই ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে নিয়েছেন ৭টি উইকেট। ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। তবে মাঠের পারফরম্যান্সকে ছাপিয়ে টেস্ট চলাকালীন তিনি আলোচনায় উঠে আসেন ৯ বছর আগের করা তাঁর কিছু টুইট। তার ওইসব টুইট নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে।

ওই টুইটগুলোতে মুসলিম এবং নারীদের নিয়ে বৈষম্যমূলক কথা রয়েছে। রবিনসন এরই মধ্যে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ‘আমি নিজের এমন মন্তব্যের জন্য খুবই লজ্জিত। আমার কথায় আঘাতপ্রাপ্ত সবার কাছে আমি ক্ষমা চাইছি।’

তবে রবিনসন ক্ষমা চাইলেও মন গলেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। রবিনসনের টুইট নিয়ে তদন্তের কথা জানিয়েছিল ইসিবি। বর্ণ এবং লিঙ্গবৈষম্যের টুইটের কারণে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই পেসার বলেও তখন জানানো হয়। এরপর প্রথম টেস্ট শেষেই এল সেই ঘোষণা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকেও বাদ দেওয়া হয়েছে তাকে।

রবিনসনের ব্যাপারে ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, ‘মাঠের পারফরম্যান্সে সে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত ছিল। তবে মাঠের বাইরে তাঁর করা মন্তব্য কিছুতেই গ্রহণযোগ্য নয়। এবং এটা আমাদের এই খেলাতে কিছুতে গ্রহণযোগ্য নয়। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি তাঁর ওই টুইটগুলো। তবে এখান থেকে আমাদের সকলকে এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে। আমাদের সকলকে এসব ব্যাপারে শিক্ষা নিতে হবে এবং আমাদের পরিবেশকে আরও সুন্দর করে তুলতে হবে।’

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ইংলিশ ক্রিকেটার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ওলে রবসন বর্ণবাদি আচারণ বর্ণবাদের অভিযোগ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর