Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোর আগে স্পেন দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক
৭ জুন ২০২১ ০৪:১৮

আগামী ১৫ জুন সুইডেনের বিপক্ষে ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে স্পেন। তবে তার আগেই দুসংবাদ স্পেন জাতীয় দল। স্পেন জাতীয় দলের অধিনায়ক সার্জিও বুস্কেটস করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন।

গত শুক্রবার পর্তুগালের বিপক্ষে স্পেন দলের অধিনায়কত্ব করেন বুস্কেটস। তবে শনিবার নিয়মিত পরীক্ষার পরে বুস্কেটসের ফলাফল করোনা পজিটিভ আসে।

রোববার এক অফিসিয়াল বিবৃতিতে এখবর নিশ্চিত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ‘স্প্যানিশ ফুটবল ফেডারেশন দুঃখের সঙ্গে জানাচ্ছে যে অধিনায়ক সার্জিও বুস্কেটসের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তিনি এখন আইসোলেশনে আছেন এবং তাঁর সংস্পর্শে আসা সকলেই বর্তমানে আইসোলেশনে আছেন।’

বিবৃতিতে আরও জানানো হয় যে, ‘দলের বাকি সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।’

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২০ এর শেষ মুহূর্তের প্রস্তুতিতে আগামী বুধবার লিথুয়ানিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। আর ইউরোর মূল পর্বে ১৫ জুন সুইডেনের বিপক্ষে মাঠে নামছে স্পেন।

সারাবাংলা/এসএস

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ করোনাভাইরাস করোনার হানা সার্জিও বুসকেটস স্পেন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর