Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রোয়েশিয়াকে হারিয়ে ইউরোর প্রস্তুতি বেলজিয়ামের

স্পোর্টস ডেস্ক
৭ জুন ২০২১ ০৩:৫৬

রোমেলো লুকাকুর আন্তর্জাতিক ক্যারিয়ারের ৬০তম গোলে ক্রোয়েশিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২০ এর প্রস্তুতি সারল বেলজিয়াম।

ইয়ানিক কারাস্কো ম্যাচের ৩৫তম মিনিটে লিড নেওয়ার সুযোগ আসে বেলজিয়ামের। তবে ডি-বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া বল বাঁ-পায়ের দুর্দান্ত শট নেন কারাস্কো কিন্তু তা গোলবারে লেগে ফিরে আসলে লিড নেওয়া হয়নি রেড ডেভিলসদের

এরপর ম্যাচের ৩৮তম মিনিটে কর্নার থেকে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হয় ক্রোইয়েশিয়ান রক্ষণভাগ। সেখান থেকে বল পেয়ে জোরালো শটে জালে জড়ান লুকাকু। আর তাতেই ১-০ গোলের ব্যবধানে লিড নেয় রেড ডেভিলসরা।

দুই দলই ম্যাচের সমান ৫০ শতাংশ বল নিজেদের দখলে রেখে আক্রমণ করে। তবে গোলের সু্যোগ তৈরিতে ক্রোয়েশিয়াকে কিছুটা পেছনে ফেলে দেয় বেলজিয়াম।

২০১৯ সালের নভেম্বরের পর এই প্রথম বেলজিয়ামের জার্সিতে মাঠে নামেন এডেন হ্যাজার্ড। তবে নিজের ফিটনেস খুঁজে ফিরতে থাকা হ্যাজার্ডের জন্য সুযোগ আসে কেবল ৮ মিনিটেরই।

খেলার শেষ দিকে ম্যাচে সমতায় ফেরার সুযোগ আসে ক্রোয়েশিয়ার। তবে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

আগামী রোববার (১৩ জুন) রাশিয়ার বিপক্ষে ইউরোর গ্রুপ পর্বে খেলতে নামবে বেলজিয়াম। আর ওয়েম্বলিতে ইংলান্ডের বিপক্ষে নিজেদের ইউরো যাত্রা শুরু করবে ক্রোয়েশিয়া।

সারাবাংলা/এসএস

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব প্রীতি ম্যাচ বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর