বিস্মিত মোহামেডান
৬ জুন ২০২১ ২১:৩৮ | আপডেট: ৬ জুন ২০২১ ২১:৪১
মোহামেডান স্পোর্টিং ক্লাব কিছুতেই বুঝে উঠতে পারছে না বিসিবি’র নিরাপত্তা বেষ্টনী ভেদ করে, বায়ো বাবল ভেঙে সেদিন কীভাবে বাইরের কেউ তাদের অনুশীলনে প্রবেশ করেছিল। কী করে এটা সম্ভব সেটা ভেবেই এখন তারা সারা!
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এর অঙ্গ সংগঠন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ (সিসিডিএম) বলছে মোহামেডানের অনুশীলনে কী করে বায়ো বাবল ভঙ্গ হল সেটা তারা খতিয়ে দেখবে। এবং সেজন্য একটি তদন্ত কমিটিও ইতোমধ্যে গঠিত হয়েছে। তদন্তে যিনি বা যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে নেয়া হবে যথাযথ ব্যবস্থা। পক্ষান্তরে মোহামেডান স্পোর্টিং ক্লাব বলছে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের বায়ো বাবল রক্ষায় টাইগার ক্রিকেট প্রশাসনের ভুমিকা দেখে বিস্মিত ও চমকিত।
ক্লাবটির ক্রিকেট পরিচালনা পর্ষদের মতে বায়ো বাবলে সাধারণ কোন মানুষের প্রবেশাধীকার থাকেন না। শুধুমাত্র টিম সংশ্লিষ্টরাই এখানে আসতে পারেন, যেতে পারেন। তাহলে সেদিন কী করে বাইরের কেউ মোহামেডানের অনুশীলনে প্রবেশ করেছিলেন? এটা তাদের বিস্ময়ের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা সবিনয়ে জানতে চাইছেন, সেদিন বিসিবি’র নিরাপত্তাকর্মী বা যারা বায়ো বাবল সংরক্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা কী করছিলেন? মোটা দাগে বলতে গেলে অভিভাবক প্রতিষ্ঠানের বায়ো বাবল ব্যবস্থাপনা ও নিশ্চয়তা নিয়ে তারা বিস্ময় প্রকাশ করেছেন।
রোববার (৬ জুন) সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে একথা জানিয়েছেন ক্লাবটির ক্রিকেট সেক্রেটারি সেলিম শাহেদ।
তিনি বলেন, ‘ধরেন আমাদের দল যখন ড্র্রেসিংরুমের ভেতরে ঢুকে গেছে তখন তো আমি বা আমরা দেখছি না যে কে বায়ো বাবল ভাঙছে? এটা আমাদের পক্ষে দেখা সম্ভব বলেন? দল যখন অনুশীলনে যাচ্ছিল, যে পথ দিয়ে যাচ্ছিল সেখানে তো নিরাপত্তারক্ষী আছে এসব নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কে কোথায় ঢুকল সেটা কি আমরা দেখব? আমরা তো ওই পর্যন্ত যাই না। নিজে না গেলে কীভাবে দেখভাল করব। তবুও আমি বলব যেহেতু বিষয়টি নিয়ে তদন্ত চলছে তাই এর পরেই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে। যেহেতু আমি ওখানে ছিলাম না, সেহেতু আমি নিজেই নিশ্চিত নই ওখানে কি হয়েছে। তবে আমার জানা মতে কেউ যদি মাঠে যেতে চায় তাকে অবশ্যই স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তবেই যেতে হবে। ওই বাইরের মানুষগুলো নিরাপত্তা এলাকা কী করে পার হল এটাই আমি বুঝে উঠতে পারছি না।’
ঘটনাটি ঘটেছে গেল ৪ জুন, চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ৫ জুন প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ সামনে রেখে এদিন মোহামেডানের ক্রিকেটারদের ছুটি থাকলেও মাঠে এসেছিলেন সাকিব আল হাসান। মিরপুর বিসিবি একাডেমি মাঠে নেট অনুশীলনে বিস্তর ঘাম ঝড়ান নন্দিত এই অন্যতম সেরা অলরাউন্ডার। নেটে সাকিবকে বোলিং করছিলেন দুই সতীর্থ আসিফ হাসান ও রুয়েল মিয়া।
সে সময় সেখানে দুজন নেট বোলারকে দেখা যায়, যারা মোহামেডান দলের কেউ নন। কেউ নন তাই তাদের বায়ো বাবলে থাকাও প্রশ্ন উঠে না। ঘটনার শেষ এখানেই নয়। সাকিবের অনুশীলনের সময় সেখানে সাদা শার্ট পরা এক ভদ্র লোককে দেখা যাচ্ছিল যিনি ফোনে ছবি তুলছিলেন ও মুহুর্মুহু নেট বোলারদের সংস্পর্শেও যাচ্ছিলেন।