Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরে দাঁড়াতে পারেন ফেদেরার, শেষ ষোলোতে নাদাল-জোকোভিচ


৬ জুন ২০২১ ১৫:৩৯ | আপডেট: ৬ জুন ২০২১ ১৭:৫৯

ফ্রেঞ্চ ওপেনের আলোচনা যেন থামতেই চাইছে না। বিতর্কের পর নাওমি ওসাকা টুর্নামেন্ট থেকে সড়ে দাঁড়ালে আলোচনার শুরু। তারপর টুর্নামেন্ট থেকে সড়ে দাঁড়ান পেত্রা কেভিতোভা। এর মাঝে ম্যাচ ফিক্সিংয়ের আলোচনাও উঠেছে। আলোচিত ফ্রেঞ্চ ওপেনে নতুন আলোচনার জন্ম দিলেন রজার ফেদেরার। টুর্নামেন্ট থেকে সড়ে দাঁড়ানোর আভাস দিয়েছেন সুইচ কিংবদন্তি।

ফেদেরারের সড়ে দাঁড়ানোর ইঙ্গিত অবশ্য ইনজুরির কারণে। গতকাল শেষ ষোলোর লড়াইয়ে জার্মানির ডমিনিক কোয়েপেফেরের বিপক্ষে ৩-১ সেটের জয় পেতে ঘাম ছুটে গিয়েছিল ফেদেরারের। ৩ ঘণ্টা ৩৫ মিনিট লড়তে হয়েছিল কোয়েপেফেরের বিপক্ষে।

বিজ্ঞাপন

গত বছর দুইবার হাঁটুতে অস্ত্রোপচার করানো ফেদেরার ওই ম্যাচ শেষেই ইঙ্গিতটা দিয়ে রেখেছেন। বলেছিলেন, ‘আমি জানি না আর খেলতে পারব কি-না। খেলা চালিয়ে যেতে পারব কি-না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। হাঁটুতে চাপ ফেলা খুব বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে কি-না? বিশ্রামের জন্য এটাই কি সঠিক সময়?’ আজ তার চূড়ান্ত ঘোষণা এলো।

এদিকে. ফেদেরারের সড়ে দাঁড়ানোর অলোচনার মধ্যে মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। ব্রিটেনের ক্যামেরন নরিকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারান তৃতীয় বাছাই নাদাল। অপর মাচে লিথুনিয়ার রিকার্দাস বেরানকিসের বিপক্ষে ৬-১, ৬-৪, ৬-১ গেমে জেতেন শীর্ষ বাছাই জোকোভিচ।

নোভাক জোকোভিচ ফ্রেঞ্চ ওপেন রজার ফেদেরার রাফায়েল নাদাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর