মোহামেডানের বায়ো বাবলে চিড়, ব্যবস্থা নেবে বিসিবি
৫ জুন ২০২১ ২০:২৩ | আপডেট: ৫ জুন ২০২১ ২৩:৩৯
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে মোহামেডানের অনুশীলনে বায়ো বাবল ভাঙা হয়েছে জানতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ (সিসিডিএম)। কারা ও কীভাবে ভেঙেছেন তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে টাইগার ক্রিকেট প্রশাসন।
ঘটনাটি ঘটেছে ৪ মে মোহামেডানের দলীয় অনুশীলনে। প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে অনুশীলনের সময় কেউ বায়ো বাবল ভেঙেছেন। কিন্তু তিনি কে তা উল্লেখ করেনি টাইগার ক্রিকেট প্রশাসন।
শুক্রবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদের বরাত দিয়ে বলা হয়েছে, ‘এখবর আমাদের হতাশ করেছে। বিসিবি ও সিসিডিএম বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। আমাদের কাছে প্রতিটি দল, প্লেয়ার ও অফিসিয়ালদের সুস্বাস্থ ও নিরাপত্তাই সবার আগ গুরুত্ব পেয়ে থাকে। বায়ো সিকিওর বাবল, দলের আবাস তৈরীতে আমরা উল্লেখযোগ্য সংখ্যক পরিমান টাকা বিনিয়োগ করেছি।’
‘যে বা যারা ভেঙেছেন আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যেন আর এমন ঘটনা না ঘটে সে ব্যবস্থাও নিব।’ যোগ করেন কাজী এনাম।