Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ব্যর্থতায় ফের হারল শেখ জামাল


৪ জুন ২০২১ ১৭:৪৬

বাজে শুরুর পর হাল ধরেছিলেন নাসির হোসেন ও ইলিয়াস সানি। তবে অল্প রানের ব্যবধানে এই দুজন ফেরার পর আর দাঁড়াতে পারলেন না কেউ। ব্যাটিং ব্যর্থতায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আরেকটা হারের মুখে পড়তে হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আজ ১০ রানে হেরেছে শেখ জামাল।

তৃতীয় ম্যাচ খেলতে নামা জামালের এটা দ্বিতীয় হার। অন্য দিকে শাইনপুকুরও তৃতীয় ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় জয় পেয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর-শেখ জামালের ম্যাচটাও হয়েছে অল্প পুঁজির। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি শাইনপুকুর। শুরুর দিকে উইকেট ধরে রাখতে পেরেছে দলটি। তবে উইকেট হাতে রেখেও টি-টোয়েন্টির মতো ধুমধারাক্কা ব্যাটিং দেখাতে ব্যর্থ দলটি।

দুই অঙ্কের দেখা পাওয়া দলের চার ব্যাটারের মধ্যে দুজনই রানের চেয়ে বল বেশি খেলেছেন। ওপেনার সাব্বির হোসেন ২০ রান করতে খেলেছেন ২৩ বল। তিনে নেমে তৌহিদ হৃদয় ৩০ বল খেলে করেছেন ২৮। তানজিদ হাসান ৩১ বলে করেছেন ৩৪ রান। কিছুটা ভালো স্ট্রাইকরেট মিডল অর্ডারে ব্যাটিং করা রবিউল ইসলাম রবির। ২৬ বলে করেছেন ৩৪ রান।

পরে ১৩৭ রানের জবাব দিতে নেমে দলীয় ১৩ রানের মাথায় দুই ওপেনার সৈকত আলী ও মোহাম্মদ আশরাফুলকে হারিয়ে শুরুতেই বিপদে পরে শেখ জামাল। তৃতীয় উইকেট প্রতিরোধের আভাস দিয়েছিলেন নাসির হোসেন ও ইলিয়াস সানি। তৃতীয় উইকেটে দুজন তোলেন ৫৮ রান। প্রতিরোধটা পরে শক্ত করবে কই উল্টো নাসির-সানি ফেরার পর যেন আসা যাওয়ার মিছিলে মেতে উঠলেন শেখ জামালের ব্যাটাররা।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১২৭ রানেই গুটিয়ে গেছে দলটি। ২৫ বলে দুটি করে চার-ছয় মেরে সর্বোচ্চ ৩০ রান করেছেন ইলিয়াস সানি। ২১ বলে ৪টি চারে ২৮ রান করেছেন নাসির। শাইনপুকুরের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তানভির ইসলাম। ৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান খরচায় তুলে নিয়েছেন ৩টি উইকেট।

ঢাকা প্রিমিয়ার লিগ শাইনপুকুর ক্রিকেট ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর