Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই আত্মবিশ্বাস পরের ম্যাচে কাজে লাগাতে চান জেমি


৪ জুন ২০২১ ১৩:০৩

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক কমই ছিল। আফগানিস্তানের এই দলটার বেশিরভাগ ফুটবলারই ইউরোপের বিভিন্ন দেশে খেলে অভ্যস্ত। শারীরিক সামর্থেও অনেকটা এগিয়ে তারা। র্যাংকিংয়েও অনেকটা এগিয়ে বাংলাদেশ। তবে কাল মাঠের লড়াইয়ে এই ব্যবধানগুলোকে কমিয়ে এনেছিল বাংলাদেশ। পিছিয়ে পরেও আফগানদের বিপক্ষে কাল ১-১ ব্যবধানে ড্র করে দেখিয়েছে জেমি ডের শিষ্যরা। বাংলাদেশ কোচ বললেন, এই আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচে কাজে লাগাবে জামাল ভূঁইয়ারা।

বিজ্ঞাপন

বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারত ও ওমানের বিপক্ষে। ৭ জুন ভারতের মুখোমুখি হবে জামালরা। ১৩ জুন প্রতিপক্ষ ওমান। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর জেমি বলছিলেন, ‘পয়েন্ট পেয়ে আমি খুশি এবং এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। আশা করি, এই আত্মবিশ্বাস আমরা পরের দুই ম্যাচে নিয়ে যেতে পারব। আজ আমরা দেখিয়েছি, ম্যাচে ঘরে দাঁড়াতে আমরা পরিশ্রম করতে প্রস্তুত। ম্যাচটা আমরা উপভোগ করেছি এবং আবারও কঠোর পরিশ্রম করব। দেখা যাক, ভারত ও ওমানের বিপক্ষে আমরা একই মানের পারফরম্যান্স করতে পারি কিনা।’

বিজ্ঞাপন

কাল কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে পাঁচ ফরোয়ার্ড নিয়ে একাদশ সাজানো আফগানিস্তান শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে বাংলাদেশ প্রথমার্ধে তাদের আটকে রাখে দারুণভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করলেও ম্যাচের শেষভাগটা দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। সমতাসূচক গোলটা এসেছে সেই কারণেই।

জেমি বললেন, ম্যাচের শেষ ২০ মিনিটে তার দল খেলেছে দুর্দান্ত ফুটবল, ‘জানতাম ম্যাচটি খুবই কঠিন হবে। আফগানিস্তানের খুবই ভালো কিছু খেলোয়াড় থাকায় ধারণা করেছিলাম, ওরা বল পজিশনে এগিয়ে থাকবে। আমার মনে হয়, প্রথমার্ধে আমরা বেশ ভালো খেলেছি; কিছু সুযোগও পেয়েছি। আন্তর্জাতিক ফুটবলে মনোযোগ হারালে যা হয়, দ্বিতীয়ার্ধের শুরুতে তাই হলো, আমরা গোল খেলাম। এরপর আমি মনে করি, শেষ ১৫-২০ মিনিট ম্যাচে আমাদের পারফরম্যান্স ছিল সেরা পর্যায়ের এবং প্রাপ্য গোল পাই।’

জামাল ভূঁইয়া জেমি ডে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর