Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমানেও হতে পারে বিশ্বকাপ


২ জুন ২০২১ ১৮:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়ে এখনো অনড় ভারত। তবে বাস্তবতা বলছে দিন যতো গড়াচ্ছে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা ততোই কমছে। আইসিসির পরিকল্পনা ভারতে না হলে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে বিশ্বকাপ। সম্ভাব্য বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানের কথাও চিন্তা করে রেখেছে আইসিসি। আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিজ্ঞাপন

ভারতজুড়ে চলছে করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ। তবে গত কয়েক দিন ধরে দেশটিতে ভাইরাসটির প্রকোপ কমতে শুরু করেছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, করোনার প্রকোপ কমছে বলেই বিশ্বকাপ আয়োজনে আশার আলো দেখছে ভারত।

আইসিসির মঙ্গলবারের সভায় বেশ কয়েকটি দেশ ভারত থেকে এখনই বিশ্বকাপ সরিয়ে নেওয়ার পক্ষে কথা বলেছে। তবে দেশে করোনার প্রকোপ কমছে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় চান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এর প্রেক্ষিতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ২৮ তারিখের পর বিশ্বকাপের আয়োজক নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আইসিসি।

এদিকে, সৌরভ গাঙ্গুলি সময় চাইলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা অক্টোবর-নভেম্বরে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সংক্রমনের হার কমতে থাকলেও অক্টোবর-নভেম্বরে ভারতে কোভিডের তৃতীয় ঢেউ আসতে পারে। তেমনটি হলে নিশ্চয় ভারতে বিশ্বকাপ আয়োজন করতে চাইবে না আইসিসি।

অনেক আগেই ভারতকে কোভিডের লাল তালিকায় রেখে সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করেছে অনেক দেশ। ভ্রমণ জটিলতার কারণে আইসিসির পরির্দক দলও ভারতে যেতে পারেনি।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর