Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ পেছানোর অনুরোধ দক্ষিণ আফ্রিকার


১ জুন ২০২১ ১৬:৫১

জুলাইয়ে দেশের মাটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা জাতীয় নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। টাইগার ক্রিকেট প্রশাসনের প্রস্তাবের প্রেক্ষিতে ক্রিকেট সাউথ আফ্রিকা না করেনি। তবে সিরিজটি তারা জুলাইয়ে খেলতে চাইছে না। অনুরোধ করেছে কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য। তবে সেটা পিছিয়ে কবে অনুষ্ঠিত হবে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

করোনার এক বছর বিরতির পর গেল এপ্রিলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকান ইমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার সেই দেশেরই জাতীয় নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা চলতি বছরের জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু সফরকারি দেশটি সিরিজ পিছিয়ে দিতে অনুরোধ করেছে।

মঙ্গলবার (১ জুন) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেন, ‘পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে ওরা আসতে চাইছে। আমরা জুলাইয়ে সিরিজের সময় নির্ধারণ করেছিলাম। কিন্তু ক্রিকেট সাউথ আফ্রিকার সিরিজটি পিছিয়ে দিতে অনুরোধ করেছে।’

মার্চের শেষদিকে রুমানাদের বিপক্ষে সিরিজ খেলতে ইমার্জিং দল পাঠিয়েছিল সাউথ আফ্রিকা। সিরিজে পাঁচ ম্যাচের ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশব্যাপী করোনার হানায় শেষ ম্যাচটি বাতিল হয়ে যায়। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ ইমার্জিং দল সিরিজ জিতে নেয় ৪-০ তে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর