Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেরা প্রসঙ্গে আমিরের সঙ্গে কথা বলতে চান বাবর


১ জুন ২০২১ ১৬:২৪

পাকিস্তান ক্রিকেটে মোহাম্মদ আমিরকে নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না। দলে রাজনীতির অভিযোগ তুলে গত ডিসেম্বরে হঠাৎ অবসর নিয়ে নেন পাকিস্তানি পেসার। তারপর বিভিন্ন সময় তীর বিদ্ধ করেছেন ওয়াকার ইউনুসসহ পাকিস্তানের কোচিং স্টাফের অনেককে, অনেক সময় বোর্ডকেও ধুয়ে দিয়েছেন আমির। সাবেকরা কেউ তার কথায় সায় দিয়েছেন, কেউ সমালোচনা করেছেন। এসবের মধ্যে অবসর ভেঙে আমিরকে ফেরানোর আলোচনাও চলছে।

কদিন আগে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমিরকে ফেরানো দরকার। আমিরের অভিজ্ঞতা বিশ্বকাপে পাকিস্তানের বড় উপকারে আসবে বলেছেন ওয়াসিম। এবার একই প্রসঙ্গে কথা বললেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমও। বলেছেন, অবসর ভেঙে ফেরা প্রসঙ্গে আমিরের সঙ্গে কথা বলবেন তিনি।

বিজ্ঞাপন

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে বাবর বলেছেন, ‘আমি এখনও অবসরের বিষয়ে আমিরের সঙ্গে কথা বলিনি। তবে সুযোগ পেলেই তার সঙ্গে কথা বলবো। তার কী সমস্যা হচ্ছে বা হয়েছে তা নিয়ে আলোচনা করব।’

ক্যারিয়ারের শুরুর দিকে ওয়াসিম আকরামের ক্লোন বলা হতো আমিরকে। বল দুই দিকে বাঁক খাওয়ানো, ইয়র্কার-বাউন্সার দেওয়ার দুর্দান্ত ক্ষমতার কারণে আমির এগুচ্ছিলেনও দুর্দান্ত। কিন্তু ২০১০ সালে নিজের পায়ে কুড়ল মারেন নিজেই। স্পর্ট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হন পাঁচ বছর।

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে নিয়মিত হলেও ধারাবাহিকভাবে আগের সেই ধার আর দেখাতে পারেননি আমির। দল থেকে বাদ পড়তেও শুরু করেন। এর মধ্যে অবশ্য ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ সালের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন।

বিজ্ঞাপন

টেস্ট দল থেকে হঠাৎ অবসর নিয়ে সমালোচিত হন আমির। এই সমালোচনার মধ্যেই গত ডিসেম্বরে ক্ষোভে জাতীয় দলের সব ফরম্যাট থেকে অবসর নিয়ে নেন তিনি। অবসরের আগে পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন আমির। তিন ফরম্যাট মিলে তার উইকেট সংখ্যা ২৫৯টি।

বাবর আজম মোহাম্মদ আমির

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর