বৃষ্টিতে বন্ধ ডিপিএল
১ জুন ২০২১ ১২:৪৩ | আপডেট: ১ জুন ২০২১ ১৩:১৩
করোনাভাইরাস মহামারির মধ্যেই বায়ো-বাবল নিশ্চিত করে ৩১ মে মাঠে গড়াল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। কিন্তু প্রথম রাউন্ডের খেলাটাও ঠিকমতো শেষ হলো না তারপরেই বৈরি আবহাওয়ার কারণে দুইদিন পিছিয়ে গেল ডিপিএল’র এবারের আসরের খেলা।
মঙ্গলবার (১ জুন) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন।
জালাল ইউনুস বলেন, ‘বৃষ্টির কারণে আজকের খেলা মাঠে গড়াচ্ছে না। এবং আগামীকাল কোনো খেলা না থাকলেও যেহেতু এই দুই দিন বৃষ্টির সম্ভবনা রয়েছে তাই এই দুইদিন খেলা মাঠে গড়াবে না। তবে এরপর থেকে আবারও যথানিয়মে খেলা মাঠে গড়াবে। বৃহস্পতিবার থেকে খেলা শুরু হলে দ্বিতীয় রাউন্ড থেকে হবে।’
বৃষ্টির কারণে প্রথম দিনের ছয়টি ম্যাচের মধ্যে দুটিতেই আসেনি কোনো ফলাফল।
প্রথম রাউন্ড খেলা হলেও টানা বর্ষণের কারণে মাঠে গড়ায়নি দ্বিতীয় রাউন্ডের কোনো ম্যাচ। এর আগে প্রথম রাউন্ডে ছয়টি ম্যাচের মাঝে ফলাফল হয়েছিল চারটি ম্যাচে। সকালের তিন ম্যাচের মাঝে ফলাফল হয়েছে মাত্র একটি ম্যাচের।
সারাবাংলা/এমআরএফ/এসএস
খেলা সাময়িক স্থগিত টপ নিউজ ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃষ্টি