Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ রাসেলের ক্রিকেট দল গড়তে অঙ্গীকারবদ্ধ: সায়েম সোবহান আনভীর

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২১ ০২:২২

শনিবার (২৯ মে) শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পরিচালনা পর্ষদের (২০২১/২৪) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। নির্বাচনে শতভাগ ভোট পেয়ে শেখ রাসেলের পরিচালক পদে জয়ী হয়েছেন তিনি। এরপরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের ক্রিকেটে যেমন একটা জোয়ার এসেছে, তা ফুটবলেও আসবে। এছাড়াও শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে ক্রিকেট টিম গড়ার উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে ক্রিকেট টিম গড়ার উদ্যোগের বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেন, ‘করোনাভাইরাস মহামারির জন্য উদ্যোগটি পিছিয়ে গেছে। করোনার প্রভাব সারা বিশ্বেই পড়েছে। করোনার কারণে শেখ রাসেল ক্রীড়া চক্রের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে। তবে একবার যখন ক্রিকেট টিম গড়ার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, এটা হবেই।’

ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সায়েম সোবহান আনভীর আরও বলেন, ‘বোর্ড মেম্বার ও বোর্ড ডিরেক্টররা মিলে আমরা শেখ রাসেল ক্রীড়া চক্রের ভবিষ্যৎ কেমন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবো। আজকে নির্বাচন হয়েছে। এরপর কমিটি হবে। কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমরা আবার নতুন করে, নতুন উদ্যমে সবকিছু শুরু করবো। আমাদের স্বপ্নপূরণের কৌশল কেমন হবে সে বিষয়ে সবার মতামত গ্রহণের পরই সিদ্ধান্ত হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল একটা একাডেমি হবে, মাঠ হবে। এ বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গত বছর থেকে করোনা মহামারি সব পরিকল্পনাকে পাল্টে দিয়েছে। করোনা পরিস্থিতির কারণে আমরা কোনো কিছুই এগিয়ে নিতে পারিনি। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করেছি। বাংলাদেশে এরকম আরও অনেক বড় বড় গ্রুপ আছে। তাদেরও উচিত ফুটবল একাডেমি গড়ে তোলা, ফুটবলের সামগ্রিক উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করা।’

এর আগে শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালনা পর্ষদের নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ৩০টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬০ জন। ভোটার ছিলেন ৯৮ জন। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ১২টায়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইমরুল হাসান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

বাংলাদেশ ফুটবল শেখ রাসেল ক্রীড়া চক্র শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর