Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারে বাংলাদেশ দলের সবাই করোনা নেগেটিভ


২৯ মে ২০২১ ১৬:৩৪

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার গিয়ে করোনা পরীক্ষা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা এবং স্টাফরা। পরীক্ষায় সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। আগেই জানানো হয়েছিল, প্রথম পরীক্ষায় নেগেটিভ ফল এলে তখন থেকেই অনুশীলনে নামতে পারবেন ফুটবলাররা।

শনিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন। তিনি বলেন, ‘কাতারে পৌঁছে আমরা কোভিড পরীক্ষার নমুনা দিয়েছিলাম। আজ রিপোর্ট এসেছে। সবাই নেগেটিভ। আজ বিকাল থেকে আমরা মাঠের অনুশীলন শুরু করব।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সূচি অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আগামী ৩ জুন নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ার দল।

বাছাই পর্বে ‘ই’ গ্রুপে পয়েন্ট টেবিলে বাংলাদেশ সবার নিচে। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে লাল-সবুজের দল। ভারতের বিপক্ষে বাকি ম্যাচটা ড্র করে একমাত্র পয়েন্টটা পেয়েছে বাংলাদেশ।

কাতার বিশ্বকাপ জামাল ভূঁইয়া বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ বাছাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর