Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে চেলসি-ম্যানসিটির ফুটবল মহারণ


২৯ মে ২০২১ ১৫:৩১

করোনাভাইরাসের কঠিন সময়ে নানান প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ফুটবলের আরেকটা মৌসুম। ইউরোপিয়ান ফুটবলে মৌসুমের শেষ ম্যাচটা মাঠে গড়াচ্ছে আজ। রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও চেলসি।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বরাবরই বাড়তি রোমাঞ্চের। ‘অল ইংলিশ’ ফাইনাল বলে এবার রোমাঞ্চটা বেড়েছে কয়েকগুণে। পেপ গার্দিওলার হাত ধরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা চেলসির এটা তৃতীয় ফাইনাল। এবার দলীয় শক্তির বিচারে প্রথম ফাইনালে উঠা সিটিকেই মনে করা হচ্ছে ফেভারিট।

বিজ্ঞাপন

২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিনিযোগকারীদের হাতে পড়ার পর থেকেই ধীরে ধীরে বদলেছে সিটি। দেদার অর্থ খরচ করে গুরুত্বপূর্ণ সব খেলোয়াড় কিনে সিটি এখন ইউরোপের অন্যতম সেরা শক্তিধর ক্লাব। পেপ গার্দিওলা কোচের চেয়ারে বসে দলটিকে আরও সুসংঘঠিত করেছেন। গার্দিওলাও কোচ হওয়ার পর সিটিতে দামি খেলোয়াড় ভেড়ানোর কাজটি অব্যাহত রেখেছেন। ইংল্যান্ডের ক্লাবটিকে সাফলও এনে দিয়েছেন স্প্যানিশ কোচ।

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে অবিশ্বাস্য সাফল্য পাওয়া গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর চার মৌসুমে সিটিকে তিনবার লিগ শিরোপা জিতিয়েছেন। ঘরোয়া সব শিরোপাই জিতেছে গার্দিওলার সিটি। এই একটা চ্যাম্পিয়ন্স লিগই জেতা হয়নি। ম্যানসিটির জন্যই চ্যাম্পিয়ন্স লিগটা এক অধরার নাম। শিরোপা জেতা তো দূরের কথা ক্লাব ইতিহাসে এই প্রথম ফাইনালে উঠল দলটি। নিশ্চয় সেই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না গার্দিওলার সিটি।

বিজ্ঞাপন

অন্যদিকে চেলসি একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা জিতেছিল ২০১২ সালে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেবারও ফাইনালে ফেভারিট ছিল না দলটি, কিন্তু শিরোপার লড়াইকে ইউরোপের ফুটবল ভক্তদের বিস্মিত করে দিয়ে শিরোপা উৎসব করে চেলসি। আজকের লড়াইটা দুই কোচ টমাস টুখেল আর পেপ গার্দিওলারও। বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা গার্দিওলার চ্যালেঞ্জ সিটিকে প্রথম শিরোপা এনে দেওয়া। অপর দিকে এখনো চ্যাম্পিয়ন্স লিগ না জেতা টুখেলের এটা দ্বিতীয় ফাইনাল।

গত মৌসুমে পিএসজিকে ফাইনালে তুলেছিলেন জার্মান কোচ। হেরে যেতে হয়েছিল বায়ার্ন মিউনিখের কাছে। তারপর চেলসির দায়িত্ব নিয়ে ফাইনালে তুলেছেন দলকে। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ হওয়ার সুযোগ নিশ্চয় কাজে লাগাতে চাইবেন টুখেল।

সাম্প্রতিক পরিসংখ্যান চেলসির পক্ষে। সম্প্রতি কয়েক দিনের ব্যবধানে ম্যানচেস্টার সিটিকে দুইবার হারিয়েছে চেলসি। তবে চেলসি হারিয়েছে সিটির তুলনামুলক দুর্বল দলকে। ওই ম্যাচগুলোতে সিটির কয়েকজন তারকা খেলেননি। ফলে সম্প্রতি বিজয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে নতুন শুরুর কথা বলে রেখেছেন টমাস টুখেল।

চেলসি কোচ বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হয়ত আমরা সিটির একই দলের বিপক্ষে খেলব না। কিন্তু আমি চেলসির দায়িত্ব নেওয়ার পর তাদেরকে দুইবার হারিয়েছি। (যদি প্রশ্ন করেন) এটা বড় কোনো সুবিধা কিনা? তাহলে বলব, অবশ্যই না। আমরা খুব ভালো করেই জানি, ফাইনাল ম্যাচটা শুরু হবে তুলির প্রথম আচঁড় থেকে।’

অনেকদিন ধরে সিটির খেলাটা মাঝমাঠ থেকে পরিচালনা করছেন কেভিন ডি ব্রুইনা। আজও বেলজিয়ামের এই তরুণের দিকেই বাড়তি মনোযোগ থাকবে। ব্রুইনা আজও নিজের দায়িত্বটা পালন করতে পারলে এবং পুরো মৌসুমে যেভাবে খেলেছেন সেভাবে খেলতে পারলে সিটির মুখেই শেষ হাসি ফোটার কথা। ডি ব্রুইনাকে কেন্দ্র করে সিটির রক্ষণ ও আক্রমণভাগও আছে দারুণ ফর্মে।

অপর দিকে চেলসির একাদশে বাড়তি মনোযোগ থাকবে এনগোলো কান্তের ওপর। ফ্রান্সের জাতীয় দলের এই ডিফেন্ডিং মিডফিল্ডার চেলসির মাঠের নেতা। আক্রমণ ঠেকানো এবং আক্রমণের সূচনা করার দায়িত্ব পালন করছেন পুরো মৌসুম জুড়ে। আজও নিশ্চয় নিজের কাজটা ঠিকমতো করতে চাইবেন কান্তে।

ফাইনাল ম্যাচটা হবে পর্তুগালের পোর্তোতে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মিমাংসার ম্যাচটা হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তাম্বুলে। কিন্তু দেশটির করোনা পরিস্থিতির অবনতি হলে বদলে ফেলা হয় ফাইনালের ভেন্যু, ম্যাচ সরিয়ে নেওয়া হয় পোর্তোতে। টুর্নামেন্টের গত মৌসুমের ফাইনাল ম্যাচটাও হয়েছিল পোর্তোতে।

এদিকে, চেলসি-ম্যানসিটি ফাইনাল ম্যাচটা খেলবে দর্শকদের সামনেই। দুই দলের কিছু সংখ্যাক দর্শক মাঠে বসে দেখবেন ফাইনাল ম্যাচটি। স্টেডিয়ামে মোট ধারণক্ষমতার ৩০ শতাংশ দর্শক ঢোকানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রথমবার ফাইনালে ওঠার আনন্দে ফাইনাল দেখতে যাওয়া নিজ দলের সমর্থকদের যাতায়াত, থাকা, খাওয়াসহ সব খরচ বহনের ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার সিটির মালিক। এতোকিছুর পর শিরোপার হাসিতে হাসতে পারবে সিটি, নাকি দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাস করচে চেলসি? উত্তরের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না।

পোর্তোতে শিরোপার লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চেলসি পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর