Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওপেনিংয়ে ফের ব্যর্থ বাংলাদেশ


২৮ মে ২০২১ ১৭:৫২

ওলট-পালট করেও ওপেনিং জুটির সাফল্য ধরতে পারল না বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২৮৬ রানের জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে মাত্র ২ রান পেয়েছে বাংলাদেশ। তিনে নেমে আজও রান পাননি সাকিব আল হাসান। ৯ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সাকিব আউট হলে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ।

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই ওপেনিং জুটিতে ভুগছে বাংলাদেশ। লিটন কুমার দাস ব্যর্থ হয়েছেন ম্যাচের পর ম্যাচ। সর্বশেষ ৮ ইনিংসে লিটনের মোট রান ১০১। অফ ফর্মে থাকা লিটনকে আর সুযোগ না দিয়ে আজ তরুণ নাইম শেখকে একাদশে ডাকে বাংলাদেশ। নাইমও পারলেন না ওপেনিংয়ে সাফল্য এনে দিতে।

বিজ্ঞাপন

যদিও তরুণ নাইমকে একাদশে ডাকা নিয়ে প্রশ্ন উঠতে পারে! শ্রীলংকা সিরিজে স্ট্যান্ডবাই ছিলেন নাইম। বিকল্প ওপেনার হিসেবে স্কোয়াডে ছিলেন সৌম্য সরকার। প্রস্তুতি ম্যাচে রানও পেয়েছিলেন সৌম্য। তবুও তৃতীয় ওয়ানডের আগে নাইমকে স্কোয়াডে যুক্ত করে আজ মাঠে নামিয়ে দেওয়া হয়। এভাবে হঠাৎ দলে এসে সফল হতে পারলেন না তরুণ নাইম।

দুশমান্তা চামিরা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলটা করেছিলেন অফ স্ট্যাম্পের বাইরে। হালকা বাক খেয়ে বেড়িয়ে যাচ্ছিল। নাইম কাভার ড্রাইভ খেলতে গিয়ে মিস করেছেন। বল ব্যাটের কানা ছুয়ে জমে পড়েছে স্লিপ ফিল্ডারের হাতে। কিছুক্ষণ পর সেই চামিরাকেই পুল করতে গিয়ে ক্যাচ হয়েছেন সাকিব।

শুরুতেই বিপদে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ৬ ওভার শেষে বাংলােশের স্কোর ১৩/২।

নাইম শেখ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর