বৃষ্টির চোখ রাঙানিতে বিলম্বিত টস
স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২১ ১২:৩৯ | আপডেট: ২৮ মে ২০২১ ১২:৫১
২৮ মে ২০২১ ১২:৩৯ | আপডেট: ২৮ মে ২০২১ ১২:৫১
কালো মেঘে ছেয়ে আছে ঢাকার আকাশ। সকাল থেকে রাজধানীর কোনো কোনো জায়গায় বৃষ্টির খবরও শোনা গেছে। মিরপুরে সকাল থেকে বৃষ্টি হয়নি সত্যি কিন্তু আকাশে মেঘেদের ঘনঘটায় মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই তা বৃষ্টি হয়ে ঝরে পড়বে। সতর্কতার অংশ হিসেবে তাই শের-ই-বাংলার উইকেট ঢেকে রাখা হয়েছে। সঠিক সময়ে অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের টস।
নিয়ামানুযায়ী ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে টস অনুষ্ঠিত হয়। সেই মোতাবেক শুক্রবার (২৮ মে) দুপুর ১ টায় শুরু হওয়া ম্যাচের টস সাড়ে ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু তা হয়নি। ম্যাচ ভেন্যুর উইকেট কাভারে ঢেকে রাখা হয়েছে।
হোম অব ক্রিকেট মিরপুরে আজ গড়াচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের ওয়ানডের তৃতীয় ও শেষ ম্যাচ। টানা দুই জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে বাংলাদেশ।
সারাবাংলা/এমআরএফ/এসএস