Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছন্দে ফেরা বাংলাদেশের হোয়াইটওয়াশ মিশন


২৭ মে ২০২১ ১৯:১৮ | আপডেট: ২৭ মে ২০২১ ২১:৫৭

ক’দিন আগের ছন্দহীন বাংলাদেশ দল এখন যেন একটি সুখী পরিবার। আজকের অনুশীলনেও সেটা ফুটে উঠল বারবার। অনুশীলনের ফাঁকে দুষ্টমিতে মেতে উঠতে দেখা গেল ক্রিকেটারদের, আত্মবিশ্বাস ঠিকরে পড়ছিল চোখে-মুখে। এক ম্যাচ হাতে রেখেই যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জেতা হয়ে গেছে। আত্মবিশ্বাসী তামিম ইকবালের বাংলাদেশের লক্ষ্য এখন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।

লক্ষ্য পূরণের মিশনে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি খেলতে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে দুপুর ১টায়।

বিজ্ঞাপন

কদিন আগেও বাংলাদেশ দলটাকে মনে হচ্ছিল ছন্দছাড়া। দেশের মাটিতে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে টানা ছয় ম্যাচ হার। তারপর শ্রীলংকায় টেস্ট সিরিজ খেলতে গিয়ে একটিতে ড্র, অন্যটি হার। সেই শ্রীলংকাকেই ওয়ানডেতে নিজেদের মাঠে হোয়াইটওয়াশের মুখে দাঁড় করিয়েছে তামিমের দল। বাংলাদেশ ফুরফুরে মেজাজে সেই কারণেই।

তবে টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার তৃপ্তির মাঝে বড় একটা অতৃপ্তিও আছে। এক মুশফিকুর রহিমকে আলাদা করে রাখলে দুই ম্যাচের কোনটিতেই ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে তামিমের দল রান তুলেছিল ২৫৭, দ্বিতীয়টিতে ২৪৬। দুর্দান্ত বোলিংয়ে দুই ম্যাচ জিতলেও ব্যাটিংয়ে খুত চোখে পড়েছে অনেক বড়। পাওয়ার প্লের দশ ওভারে ব্যর্থতার ধারাবাহিকতা এই সিরিজেও ধরে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে এক মাশফিক ছাড়া পাওয়ার প্লের পরেও ব্যর্থ ব্যাটিং লাইনআপ।

বিজ্ঞাপন

তৃতীয় ওয়ানডেপূর্ব সংবাদ সম্মেলনে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও আজ স্বীকার করলেন বিষয়টি। তৃতীয় ওয়ানডেতে এই দুর্বলতা কাটিয়ে উঠতে চায় দল, সে কথাও বলে গেলেন রিয়াদ, ‘আমার মনে হয়, ব্যাটিং, বোলিং সব মিলিয়ে আমাদের সেরা ক্রিকেটটা আমরা এখনও খেলতে পারিনি। তো এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। টপ অর্ডারের ধস, লেট মিডল অর্ডারে প্রথম ম্যাচে আমরা স্লগ ওভারে সেভাবে রান তুলতে পারিনি। আমার মনে হয়, এই সব ক্ষেত্রে আমাদের আরেকটু ভালো পারফর্ম করা উচিত। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

এদিকে, তৃতীয় ওয়ানডের আগে দলের ভেতরে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। অনেকদিন ধরে অফ ফর্মে থাকা ওপেনার লিটন কুমার দাস এই সিরিজেও চরম ব্যর্থ। তার বদলে তরুণ নাইম শেখকে একাদশে নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তৃতীয় ওয়ানডের আগে হঠাৎ নাইমকে স্কোয়াডে যুক্ত করাতে সেই গুঞ্জনের পালে হাওয়া লেগেছে। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় বাউন্সারের আঘাত পেয়ে মাঠ ছাড়া মোহাম্মদ সাইফ উদ্দিনকে খেলানো হবে কিনা তা নিয়েও শঙ্কা। প্রস্তুতি ম্যাচে দারুণ একটা ইনিংস খেলা সৌম্য সরকার আগের দুই ম্যাচে সুযোগ পাননি। সিরিজ নিশ্চিত হওয়াতে তাকে একটা সুযোগ দেওয়ার কথাও ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, শ্রীলংকার শিবিরে সম্মান রক্ষার লড়াই! বাংলাদেশের বিপক্ষে এই প্রথম ওয়ানডে সিরিজ হারল লংকানরা। তা নিয়ে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটির সাবেকরা এবং দেশটির মিডিয়ায় হতাশার রব পড়েছে। কাল তৃতীয় ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলে সেটা নিশ্চয় বাড়বে। অমন পরিস্থিতিতে যে পড়তে চায় না তা আজ সোজা ভাবেই জানিয়ে গেলেন শ্রীলংকান কোচ মিকি আর্থার। তাছাড়া বিশ্বকাপ সুপার লিগের চিন্তাটাও মাথায় থাকছে।

সুপার লিগের পয়েন্টের ভিত্তিতে আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে দলগুলো। এই লড়াইয়ে শ্রীলংকার বর্তমান অবস্থা বড্ড নাজুক। সুপার লিগের পয়েন্ট টেবিলে দলটির অবস্থান সবার নিচে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লংকান কোচ বলছিলেন, ‘২০২৩ বিশ্বকাপের জন্য ওয়ানডে চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ বাছাই কোন রাবারে মোরা নয়। একটি ওয়ানডে জিতলেই ১০ পয়েন্ট। আগামীকাল ভালো ও শৃঙ্খল ক্রিকেট খেলে আমরা সিরিজটি শেষ করতে চাচ্ছি। একটি জয় নিয়ে আমরা দেশে ফিরতে চাই।’

সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন সবার ওপরে। আট ম্যাচের পাঁচটি জেতা তামিম ইকবালের দলের পয়েন্ট ৫০। কাল শ্রীলংকাকে আরেকবার হারাতে পারলে শীর্ষস্থানটা আরও মজবুত হবে টাইগারদের। কালকের ম্যাচ জিততে চাওয়ার সেটাও যে একটা কারণ আজ মাহমুদউল্লাহ তা বলেছেন।

টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মাহমুদউল্লাহ মিকি আর্থার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর