প্রিমিয়ার লিগে করোনার হানা, আক্রান্ত ৯
২৭ মে ২০২১ ১৬:৩৯ | আপডেট: ২৭ মে ২০২১ ১৭:২৮
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট সামনে রেখে ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল ও কর্মকর্তাসহ মোট ২৬৯ জনের করোনা পরীক্ষা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যেখানে ৭ ক্রিকেটার ও ২ কর্মকর্তা পজিটিভ হয়েছেন। তারা কারা তা জানা যায়নি।
৩১ মে থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৯-২০ মৌসুম, লিগকে সামনে রেখে ২৬ মে প্রথম দফায় উক্ত সংখ্যক ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল ও কর্মর্তাদের করোনা পরীক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরদিন পাওয়া প্রতিবেদনে জানা যায় মোট ৯ জন আক্রান্ত। লিগ শুরুর আগে দ্বিতীয় পরীক্ষাটি হবে আগামীকাল ২৮ মে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি’র একটি সুত্র সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছে। তবে আক্রান্তের নাম ও তারা কোন ক্লাবের তা তিনি জানাতে পারেননি।
সুত্রটির ভাষ্যমতে, ‘আমারা যতদূর জানি ৭ ক্রিকেটার ও ২ কর্মকর্তা করোনা পজিটিভ হয়েছেন। প্রথম টেস্ট হয়েছে গতকাল। দ্বিতীয়টি হবে আগামীকাল। তাদের নাম ও কোন ক্লাবের সেটা বলতে পারছি না।’
করোনার দাপটে ১ বছর বিরতির পর ৩১ মে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৯-২০ মৌসুমের খেলা। তবে বিগত বছরগুলোতে লিগের খেলা ওয়ানডে ফর্মেটে গড়ালেও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় দলের ব্যস্ত সূচির বিষয়টি বিবেচনায় নিয়ে এবার তা টি টোয়েন্টি ফর্মেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে টাইগার ক্রিকেট প্রশাসন।