Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ১০ পয়েন্টও চায় বাংলাদেশ


২৭ মে ২০২১ ১৬:১৬

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ পয়েন্ট টেবিলের প্রথম আট দলের মধ্যে থাকতেই হবে। ফলে লংকানদের বিপক্ষে সিরিজ ঘরে তুলেও তৃপ্তির ঢেকুর তুলছে না টিম বাংলাদেশ। বরং অতিথিদের বিপক্ষে টানা দুই জয়ে সিরিজ মুঠোয় পুরে ৫০ পয়েন্ট সুপার লিগ টেবিলের টপার হয়েও শেষ ম্যাচের ১০ পয়েন্টের দিকে তাকিয়ে স্বাগতিকরা।

শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজটি বছর খানেক আগে গড়ালেও হয়ত শেষ ম্যাচে জয় নিয়ে এতটা উগ্রীব দেখাত না যতটা আজ দেখাল। যেহেতু প্রথম দুই ওয়ানডে জয়ে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে সেহেতু শেষ ম্যাচে গা ছাড়া ভাব থাকলেও তামিমদের কিছুই যেত আসত না। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কেননা ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট টেবিলের আট নাম্বারে। সঙ্গত কারণেই শেষ ম্যাচ জয়ে ভীষণ সিরিয়াস লাল সবুজের দল। টানা দুই ম্যাচে ২০ পয়েন্ট তুলে নেয়ার পর শেষ ১০ পয়েন্ট মুঠোয় থলিতে পুড়তেও তারা এখন চোয়ালবদ্ধ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লংকানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগে বাংলাদেশের দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে একথা জানান মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, ‘অবশ্যই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাইংয়ের একটা বিষয় থাকে তো প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরেকটা সুযোগ আছে ১০ পয়েন্ট পাওয়ার তো কেন নয়? আমি যেটা বললাম আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারিনি। তো আমরা ওটাই দেওয়ার চেষ্টা করব ও ম্যাচটা জিতে ১০টা পয়েন্ট নেয়ার চেষ্ট করব।’

বিজ্ঞাপন

বিশ্বকাপ সুপার লিগের ৮ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪ জয় ও ৫ হারে নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের দুইয়ে ইংল্যান্ড। এদিকে ইংল্যান্ডের চেয়ে ৩ ম্যাচ কম খেলে সমান সংখ্যক জয় ও হারে নেট রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তিনে পাকিস্তান। পাকিস্তানের সমান সংখ্যক ম্যাচ খেলে সমান সংখ্যক জয় ও হারে নেট রান রেটে পিছিয়ে থেকে চারে অস্ট্রেলিয়া। আর ম্যাচ ম্যাচে শতভাগ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নিউজিল্যান্ড।

২০২৩ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ সুপার লিগ মাহমুদউল্লাহ শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ