আরও ভালো খেলতে চান টাইগার অধিনায়ক
২৫ মে ২০২১ ২৩:০০ | আপডেট: ২৬ মে ২০২১ ১২:১১
দাপুটে জয়ে শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় হলো। সেই সুবাদে বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও দখল করা হলো। কিন্তু তবুও তৃপ্ত নন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল। কারণ একটিই, এখনোও দলের সবাই জ্বলে উঠতে পারেনি। একমাত্র মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ছাড়া আর কোন ব্যাটারই নিজেদের সেরা খেলাটি খেলতে পারেননি বলে মত তার! তবে বোলারদের প্রশংসার পঞ্চমুখ এই টাইগার ওয়ানডে দলপতি।
সিরিজের দুই ওয়ানডেতেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন কেবল মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে মুশফিক খেলেছেন ৮৪ রানের ঝলমলে এক ইনিংস। আর মাহমুদউল্লাহ নামের পাশে যোগ করেছিলেন ৫৪ রান। ওই ম্যাচে তামিম ইকবালও ৫২ রান করেছিলেন। কিন্তু আর কোন ব্যাটার ব্যক্তিগত ৩০ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় ওয়ানডের ওয়ানডের দশাও তথৈবচ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে মুশফিকুর রহিমের ১২৫ রানের দিনে মাহমুদউল্লাহ খেললেন ৪১ রানের দায়িত্বশীল ইনিংস। বাকিরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। সেকারণেই দলপতির এই অতৃপ্তি।
‘দুই ম্যাচ জিতে অবশ্যই ভাগ্যবান মনে করছি। কিন্তু এখনো আমরা আমাদের সেরা খেলাটি খেলতে পারিনি। মাঝখানের ওভারে আমরা বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। এক পর্যায়ে ২শ রানও কঠিন মসনে হচ্ছিল। কিন্তু মুশফিক ও মাহমুদউল্লাহ খুবই ভাল খেলেছে। আমরা একটি ভাল সংগ্রহ পেয়েছি।’
মঙ্গলবার (২৫ মে) দ্বিতীয় ওয়ানডে শেষে পুরষ্কার বিতরণিতে এসে তিনি একথা জানান।
ব্যাটারদের পারফরম্যান্স তামিমকে অতৃপ্ত রাখলেও বোলারদের পারফরম্যান্স তাকে ঠিকই তৃপ্ত করেছে। ‘আমি মনে করি আমাদের বোলাররা দারুণ করেছে। তাসকিন সংক্ষিপ্ত নোটিশেই বোলিংয়ে চলে এল। মেহেদি মিরাজ ভাল বল করেছে। আজকের ম্যাচ আমাদের বোলিং ও ফিল্ডিং ছিল অসাধারণ। কিন্তু আমরা সবাই আমাদের সেরাটি দিতে পারিনি।’
সিরিজের প্রথম ওয়ানডেতে বোলিংয়ে নিজের ওপরে সবটুকু আলো কেড়ে নিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ১০ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন এই অফস্পিনিং অলরাউন্ডার। মোস্তাফিজুর রহমানও কম যাননি। ৯ ওভারে ৩৪ রানের খরচায় সেদিন থলিতে পুরেছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে অবশ্য তিন টাইগারই অবদান রেখেছেন। মেহেদি মিরাজ ও মোস্তাফিজুর ৩ টি করে ও সাকিব আল নিয়েছেন ২ উইকেট। আর তাতেই এক ম্যাচ হাতে রেখেই লংকানদের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের তিলক কপালে এঁকেছে টিম টাইগার্স।