২ ওভারে শ্রীলংকাকে করতে হবে ১১৯ রান!
২৫ মে ২০২১ ২১:৫১ | আপডেট: ২৫ মে ২০২১ ২২:৫৩
দ্বিতীয় ওয়ানডেতে তৃতীয় দফা বৃষ্টি শেষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নতুন টার্গেট নির্ধারণ হয়েছে শ্রীলংকার। নতুন টার্গেটে ৪০ ওভারে ২৪৫ রান করতে হবে সফরকারীদের।
বাংলাদেশের ২৪৬ রানের জবাব দিতে নেমে ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে শ্রীলংকা ১২৬ রান তুললে তৃতীয় দফা বৃষ্টি হানা দেয়। যাতে খেলা বন্ধ হয়ে যায়। খেলা আবারও শুরু হলে নতুন এই লক্ষ্য নির্ধারণ হয়। অর্থাৎ জিততে হলে বাকি ২ ওভারে ১১৯ রান করতে হবে শ্রীলংকাকে। যা কার্যত অসম্ভব।
উল্লেখ্য, মুশফিকুর রহিমের দারুণ এক সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ২৪৬ রান তোলে বাংলাদেশ।