Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জয়ের অপেক্ষা বাড়াল বৃষ্টি


২৫ মে ২০২১ ২১:১৮

আজ জিতলে শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে বসবে তামিম ইকবালের দল। দুই লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে বৃষ্টি বাঁধার মুখে বাংলাদেশ। বৃষ্টির কারণে এই মুহূর্তে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বন্ধ।

জিততে মাত্র একটা উইকেট দরকার বাংলাদেশের। অপর দিকে শ্রীলংকার প্রয়োজন ১২১ রান। বাংলাদেশের ২৪৬ রানের জবাব দিতে নেমে ১২৬ রানে নবম উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলংকা।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরির পর বাংলাদেশি বোলাররা আজ বোলিং করেছেন দুর্দান্ত। এখন পর্যন্ত তিনটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ তিন উইকেট নিয়েছেন মাত্র ১৬ রান খরচায়। আর মিরাজ ২৮ রানে। সাকিব আল হাসান নিয়েছেন দুই উইকেট। অন্য উইকেটটি তরুণ শরিফুল ইসলামের।

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর