Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একশর আগেই শ্রীলংকার পাঁচ উইকেট পতন


২৫ মে ২০২১ ২০:২২

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলংকাকে বেশ ভালোই চেপে ধরেছে বাংলাদেশ। ২৪৬ রানের সংগ্রহ নিয়ে বোলিংয়ে নেমে একশর আগেই শ্রীলংকার পাঁচ উইকেট তুলে নিয়েছেন স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯১ রান। জিততে এখনো ১৫৬ রান করতে হবে সফরকারীদের।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলংকা। স্পিন-পেসের সমন্বয়ে শুরু থেকেই বাংলাদেশের বোলিং ছিল নিয়ন্ত্রিত। অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম প্রথম আঘাত হানেন শ্রীলংকার ২৪ রানের মাথায়। দারুণ এক বলে প্রতিপক্ষ দলের অধিনায়ক কুশল পেরেরাকে (১৪) তামিম ইকবালের ক্যাচ বানান শরিফুল।

এরপর তিনে নামা পিথুম নিশাক্কাকে সঙ্গে নিয়ে এগুনো চেষ্টা করছিলেন ধানুশকা গুনাথিলাকা। লংকান ওপেনারকে বেশিদূর এগুতে দেননি মোস্তাফিজুর রহমান। তার বাউন্সারে পুল করতে গিয়ে সীমানায় ধরা পড়েছেন গুনাথিলাকা (২৪)। এরপর পিথুম নিশাক্কা (২০), কুশল মেন্ডিস (১০) ও ধনঞ্জয়া ডি সিলভাকে (১৫) অল্প রানের ব্যবধানে ফিরিয়ে সফরকারীদের চাপে ফেলে দেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

৮৯ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় লংকানরা। এরপর তরুণ আসেন বান্দারাকে নিয়ে দলকে এগিয়ে নেওয়া চেষ্টা করছেন অভিজ্ঞ দাসুন শানাকা।

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর