Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ওভার পর ফের বৃষ্টি


২৫ মে ২০২১ ১৬:৫১

আবহাওয়া অধিদপ্তর আগেই আভাস দিয়ে রেখেছিল, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আজ বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় ওয়ানডের দিন কয়েক দফা বৃষ্টি হতে পারে। হচ্ছেও তাই, অল্প সময়ের ব্যবধানে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলো দুই বার। বৃষ্টির কারণে এই মুহূর্তে খেলা বন্ধ আছে।

বাংলাদেশ ইনিংসের ৪২তম ওভারে বৃষ্টি শুরু হলে প্রথম দফায় খেলা বন্ধ ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর খেলা শুরু হলে সেঞ্চুরির আরও কাছে জান মুশফিকুর রহিম। কিন্তু মুশফিককে সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে রেখে আবারও বৃষ্টির আগমন।

বিজ্ঞাপন

ম্যাচের ৪৩.৩ ওভারে আবারও বৃষ্টি শুরু হলে দ্বিতীয়বারের মতো খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির সময় বাংলাদেশের স্কোর ২১৩/৭। ৯৬ রানে অপরাজিত মুশফিকুর রহিম। তার সঙ্গে ৮ রানে ব্যাট করছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

এরআগে মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি তামিম ইকবাল।

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর