Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২১ ১২:৩৪ | আপডেট: ২৫ মে ২০২১ ১৩:৩০

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলপতি। আর সিরিজের প্রথম ওয়ানডেতে লংকানদের বিপক্ষে ৩৩ রানে জিতে ১-০’তে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ দল।

শ্রীলংকার বিপক্ষে চলতি সিরিজে অনন্য এক মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে তামিমদের। প্রথম ম্যাচের ধারাবাহিকতায় ধরে রেখে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি নিজেদের করে নিতে পারলেই প্রথমবারের মতো লংকানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের গাঁথা রচনায় সক্ষম হবে লাল সবুজের দল।

বিজ্ঞাপন

পরিসংখ্যান বলছে, ২০০২ সাল থেকে এই সিরিজের আগ পর্যন্ত দেশে বিদেশে দুই দল মোট ৮টি সিরিজ খেলেছে। যেখানে ৬ সিরিজেই জয়ের উল্লাসে ভেসে মাঠ ছেড়েছে লংকানরা। বাকি দুটি সিরিজ হয়েছে ড্র।

এবারেও সামনে এসেছে সুযোগ, লংকানদের বিপক্ষে নিজেদের ক্রিকেটীয় ইতিহাসে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের। মঙ্গলবার (২৫) মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় ওয়ানডে জিতলেই ইতিহাস রচনা হবে বাংলাদেশের। আর এই লক্ষ্যেই প্রথমে ব্যাট করতে নামছে টিম টাইগার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

শ্রীলংকা একাদশ: কুশাল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অশেন বান্দ্রা, দাসুন শানাকা, ওয়ান্দু হাসারাঙ্গা, ইসুরুর উদানা, লাকশান সান্দাকান এবং দুশ্মান্থা চামিরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ওয়ানডে সিরিজ টস দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর