Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ওয়ানডেতে তৃতীয় প্রতিপক্ষ বৃষ্টি


২৪ মে ২০২১ ১৮:০৩

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, কুশল পেরেরাদের বিপক্ষে তামিম ইকবালরা যখন সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি খেলবেন তখন অবিরত চোখ রাঙিয়ে যাবে বৃষ্টি। মাঝারি বা ভারী না হলেও হালকা বৃষ্টিপাত ম্যাচে তিন থেকে চারবার হানা দিতে পারে। আবার ভারী বর্ষণও হতে পারে। এতে করে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য।

কাজেই মঙ্গলবার (২৫ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা দলকে মাঠে নামার আগেই তৃতীয় প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হওয়া বৃষ্টিকে মাথায় রাখতেই হচ্ছে।

বিজ্ঞাপন

কেনইবা রাখবেন না? সারাবাংলা সঙ্গে একান্তে আলাপকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ তো তেমনই ইঙ্গিত দিলেন।

‘আগামীকাল দুপুর একটা থেকে রাত ৯ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বেশ কয়েকবার বৃষ্টি হতে পারে। আমি যদি সংখ্যাটি বলি বাংলাদেশের ম্যাচ চলাকালীন চার থেকে পাঁচবার হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। ‘

মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।

প্রথম ম্যাচ ৩৩ রানে জিতে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

আবহাওয়া অধিদপ্তর ওয়ানডে সিরিজ টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর