স্পেনের ইউরো দলে রামোস নেই
২৪ মে ২০২১ ১৬:৪২ | আপডেট: ২৪ মে ২০২১ ১৭:৪৭
বড় চমক দিয়ে আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইচ এনরিকে। দলে রাখেননি তারকা ডিফেন্ডার সার্জিও রামোসকে।
২০০৪ সালে স্পেনের জাতীয় দলে অভিষেক রামোসের। তারপর থেকে এই প্রথম জাতীয় দলের বড় কোনো টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন তিনি। এদিকে, রামোসের সঙ্গে ইউরো দলে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারকেই রাখেননি এনরিকে।
৩৫ বছর বয়সী রামোসের এবারের মৌসুমটা কেটেছে চোট জর্জরিত। চোটের কারণে এবারের মৌসুমে মাত্র ২১ ম্যাচ খেলতে পেরেছেন রামোস। তবে মৌসুমের শেষ দিকে ফিট ছিলেন বলে তাকে ছাড়া স্পেনের ইউরো দল কল্পনা করেননি হয়তো কেউই!
স্পেনের জার্সিতে ১২৫ ম্যাচ খেলা রামোস অনেকদিন ধরেই দলটির অধিনায়ক। তার নেতৃত্বেই টানা একটি বিশ্বকাপ ও দুটি ইউরো জিতেছে তাক লাগিয়ে দিয়েছিল স্পেন।
উল্লেখ্য, এবারের সব কিছু ঠিক থাকলে এবারের ইউরো মাঠে গড়ানোর কথা আগামী জুনের ১১ তারিখে।
স্পেনের ইউরো স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সাইমন, ডেভিড ডি গিয়া, রবার্ট সানচেজ
ডিফেন্ডার: হোসে গায়া, জর্দি আলবা, পাও তোরেস, এমেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, ডিয়েগো লরেন্তে, সিজার এজপিলিকুয়েটা, মার্কোস লরেন্তে
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রদ্রি, পেদ্রি, থিয়াগো, কোকে, ফাবিয়ান
ফরোয়ার্ড: দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা, জেরার্ড মোরেনো, ফেররান তোরেস, অ্যাডাম ট্রাওরে, পাওলো সারাবিয়া।