Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন মৌসুম পর শিরোপা হারাল পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২১ ০৩:৫০

শেষ দশ বছরের মধ্যে সাতবারই লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে প্যারিস সেইন্ট জার্মেই। ২০১৭/১৮ থেকে শুরু করে ২০১৯/২০ মৌসুম পর্যন্ত টানা তিন মৌসুম লিগ ওয়ানের শিরোপা নিজেদের করে রেখেছিল প্যারিসের ক্লাবটি। এবার তিন মৌসুম পরে এসে লিলের কাছে হাতছাড়া হলো লিগ ওয়ানের মুকুট। মাত্র এক পয়েন্টের ব্যবধানে লিগ হারাল পিএসজি।

গোটা মৌসুম জুড়ে লিলের থেকে দুটি ম্যাচ বেশি জিতেছে পিএসজি, তবে হারের পাল্লাটা এবার বড্ডই বেশি প্যারিসের ক্লাবটির। লিগের ৩৮টি ম্যাচের মধ্যে ৮টিতেই হার নেইমার-এমবাপেদের। আর তাই তো শেষ ম্যাচে ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলের জয়ও শিরোপা এনে দিতে পারল না পিএসজিকে। লিগ ওয়ানে রানার্সআপ হয়েই তুষ্ট থাকতে হলো পিএসজিকে।

বিজ্ঞাপন

পয়েন্ট টেবিলের নিচের দিকের দলটির মাঠে রোববার রাতে শেষ রাউন্ডে ২-০ গোলে জিতেছে মাউরিসিও পচেত্তিনোর দল। প্রতিপক্ষের ভুলে গত তিন মৌসুমের চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। একই সময়ে মাঠে নামা লিলে পয়েন্ট টেবিলের ১৩ নম্বর অ্যাঞ্জার্সকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ৩৮ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৮৩। ১ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় পিএসজি।

ব্রেস্তের বিপক্ষে পিএসজি শুরুতেই গোল পেতে পারত তবে পেনাল্টি স্পট থেকে নেইমার জুনিয়র গোল করতে ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি পিএসজির। তবে ৩৭তম মিনিটে ডি মারিয়ার কর্নারে বল ব্রেস্তের মিডফিল্ডার রোমাঁ ফেভার গায়ে লেগে জালে জড়ায়। এরপর ম্যাচের ৭১তম মিনিটে ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপে। এবারের আসরে এটি এমবাপের ২৭তম গোল।

এরপর ব্যবধান আরও বাঁড়াতে পারতেন মাউরো ইকার্দি তবে নেইমারের দুর্দান্ত এক পাস ডি বক্সের ভেতর পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ওই ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। অন্যদিকে লিলে নিজেদের ম্যাচে জিতে শিরোপা নিশ্চিত করায় ম্যাচ জিতেও হতাশা নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

২০২০/২১ মৌসুম কিলিয়ান এমবাপে নেইমার জুনিয়র প্যারিস সেইন্ট জার্মেই ফ্রেঞ্চ লিগ ওয়ান লিগ ওয়ান শিরোপা হারাল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর