Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফল্যের মন্ত্র জানালেন মিরাজ


২৩ মে ২০২১ ২৩:০০

সিরিজের প্রথম ওয়ানডেতেই বাজিমাত করলেন মেহেদি হাসান মিরাজ। লাল সবুজের এই অফ স্পিনারের ঘূর্ণি জাদুতে নাকাল হয়েই ২৫৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২২৪ রানে গুটিয়ে গেছে সফরকারি লংকানরা। তাতে ৩৩ রানের জয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। মিরাজ ১০ ওভারে ৩০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন চার লংকান ব্যাটারকে। ম্যাচ শেষে জানালেন রান আটকে রাখার কৌশল অবলম্বন করেই তিনি বোলিংয়ে সফল হয়েছেন।

তবে দলের জয়ে সবার অবদান একবাক্যে স্বীকার করে নিলেন এই তরুণ টাইগার। সতীর্থরা যার যার জায়গা থেকে অবদান রেখেছেন বলেই লংকা বধ সম্ভব হয়েছে বলে মত তার। তার ভাষ্যমতে, ব্যাটিংয়ে দলের টিউন সেট করে দিয়েছেন তামিম ইকবাল, মিডল অর্ডারে দলের বিপর্যয়ে অবদান রেখেছেন মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদ। তাদের ১০৯ রানের জুটি ও লোয়ার অর্ডারে আফিফ-সাইফ উদ্দিনের ২৮ রানের জুটিতে টিম বাংলাদেশকে ২৫৭ রানের সংগ্রহ এনে দিয়েছে। আর জয়ের লক্ষ্যে নামা লংকানদের ব্যাটিং লাইন আপের ধ্বংস নামাতে টনিক হিসেবে কাজ করেছে হিসেবি বোলিং।

বিজ্ঞাপন

রোববার (২৩ মে) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি একথা জানান।

মিরাজ বলেন, ‘ওয়ানডেতে তো আমরা সবসময়ই ভালো খেলি আর এই ম্যাচে আমাদের সবাই পারফর্ম করেছি তাই জয়টা সহজে এসেছে। আমার পরিকল্পনা হল সবসময় যা করি তা করার, রান আটকানো। এতে ব্যাটার ভুল করলে চান্স আসে। আমি চেষ্টা করেছি যেন ডট বল বেশি করতে পারি।’

‘আমাদের ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছে। আমাদের প্রত্যেকটা জিনিস ভালো ছিল। দেখেন তামিম ভাই ভালো শুরু করেছিল, তারপরে মুশফিক ভাই খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের কিন্তু পরপর দুইটা উইকেট পড়ে গিয়েছিল। ওখানে রিয়াদ ভাই ও মুশফিক ভাই যে জুটিটা দিয়েছে ওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এবং ছোট একটা জুটি আফিফ শেষে দিয়েছে। ওখানেও কিন্তু অনেক ভালো ছিল এবং বোলারদের শুরুটা হয়ত এক সাইড থেকে ভালো হয়েছে। আমি এক দিক থেকে রান আটকে রেখেছি, আর এক দিক থেকে হয়ত রানটা বেড়ে গিয়েছিল কিন্তু আমি মনে করি মাঝখানেও যে উইকেটগুলো পড়েছে আমি, মোস্তাফিজ এবং সাউফ উদ্দিন ওখানে ভালো বোলিং করেছি। ওভারঅল আমরা সবাই ভালো ব্যাটিং ও বোলিং করেছি এজন্য আমরা ম্যাচটা জিততে পেরেছি।’ যোগ করেন মিরাজ

বিজ্ঞাপন

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর