Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোড়া গোলে ইপিএল থেকে বিদায় নিলেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২১ ২৩:০৮ | আপডেট: ২৪ মে ২০২১ ০০:১২

২০২০/২১ মৌসুম শেষের আগেই জানা যায় মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সার্জিও আগুয়েরো। তাই তো এভারটনের বিপক্ষে খেলতে নামা চলতি মৌসুমের শেষ ম্যাচটাই ইংলিশ প্রিমিয়ার লিগে ছিল সার্জিও আগুয়েরোর শেষ ম্যাচ। আর সিটির জার্সি গায়ে প্রিমিয়ার লিগে শেষটা টানলেন জোড়া গোলে। এদিন চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এভারটনকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়ানোর আগে আগুয়েরোকে গার্ড অব অনার প্রদান করে এভারটন এবং ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা।

বিজ্ঞাপন

ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এটিই ছিল সার্জিও আগুয়েরোর শেষ ম্যাচ। সেই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগেও এটি ছিল তার শেষ ম্যাচ। কেননা এর আগেই জানিয়ে দিয়েছেন মৌসুম শেষে সিটি ছাড়ার কথা।

তবে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচেও শুরু একাদশে আগুয়েরোকে রাখেননি পেপ গার্দিওলা। ম্যাচের ৬৫তম মিনিটে রিয়াদ মাহারেজের বদলি হিসেবে মাঠে নামেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর মাঠে নামার ছয় মিনিটে মাথায় ফার্নান্দিনহোর অ্যাসিস্ট থেকে গোল করে আগুয়েরো। এর মিনিট পাঁচেক পর আবারও নাম লেখান স্কোরশিটে।

এর আগেই অবশ্য ম্যাচ নিজেদের দখলে নিয়ে নিয়েছিল সিটিজেনরা। ম্যাচের ১১তম মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে দলকে এগিয়ে নেন। তিন মিনিট পরে ডি ব্রুইনের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। ৩৭তম মিনিটে ম্যাচে ফেরার দারুণ এক সুযোগ হেলায় হারান এভারটন মিডফিল্ডার সিগুর্ডসন। পেনাল্টি স্পট থেকে গোল করতে ব্যর্থ হন এই মিডফিল্ডার।

বিরতি থেকে ফিরে ৫৩তম মিনিটে স্টার্লিংয়ের অ্যাসিস্ট থেকে ব্যবধান ৩-০ করেন ফিল ফোডেন। ৬৫তম মিনিটে বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন সার্জিও আগুয়েরো। আর আগুয়েরোর করা শেষ দুই গোলের যোগান দেন ফার্নান্দিনহো। তাতেই এভারটনকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে মৌসুমের ইতি টানে ২০২০/২১ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

বিজ্ঞাপন

এই জয়ে লিগের ৩৮ ম্যাচ শেষে ২৭ জয়, ৫ ড্র আর ৬ হারে ৮৬ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল চ্যাম্পিয়নরা। ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে মৌসুমের ইতি টানল ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া ৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লিভারপুল। শেষ ম্যাচ হেরে চার নম্বরে থেকে মৌসুমের ইতি চেলসির। আর টটেনহাম হটস্পার্সের কাছে নাটকীয় হারে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থেকে মৌসুম শেষ করল লেস্টার সিটি।

এছাড়াও শেফিল্ড ইউনাইটেড, ওয়েস্ট ব্রুম এবং ফুলহামের অবনমন নিশ্চিত হয়েছে।

সারাবাংলা/এসএস

২০২০/২১ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি প্রিমিয়ার লিগকে বিদায় ম্যানচেস্টার সিটি বনাম এভারটন সার্জিও আগুয়েরো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর