Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন নম্বরে থেকে মৌসুম শেষ করল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২১ ২২:৫৮ | আপডেট: ২৪ মে ২০২১ ০০:১৭

লিগ শিরোপা আগেই হাতছাড়া হয়েছে ২০১৯/২০ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী লিভারপুলের। শেষ দিকে এসে শঙ্কা জেগেছিল আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার জায়গা পাওয়া নিয়েও। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে প্রিমিয়ার লিগের তিন নম্বরে থেকে ২০২০/২১ মৌসুম শেষ করল লিভারপুল।

এবারের মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইয়্যুর্গেন ক্লপের শিষ্যরা। এদিন অল রেডসদের হয়ে গোল দুটি করেন সাদিও মানে।

বিজ্ঞাপন

একটা সময় শঙ্কা জেগেছিল লিভারপুলের সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে। তবে সেসব শঙ্কা উড়িয়েছে তো বটেই সেই সঙ্গে প্রতিপক্ষের হারের সুযোগ নিয়ে শেষ পর্যন্ত লিগে শক্ত জায়গায় থেকেই শেষটা টেনেছে অল রেডসরা।

গত মৌসুমে ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলা লিভারপুল ২০২০/২১ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। ম্যাচের ৩৬তম মিনিটে রবের্তো ফিরমিনোর অ্যাসিস্ট থেকে গোল করে অল রেডসদের লিড এনে দেন সাদিও মানে। আর ম্যাচের ৭৪তম মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন মানে।

এই জয়ে লিগের ৩৮ ম্যাচ শেষে ২০ জয়, ৯ ড্র আর ৯ হারে ৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে মৌসুমের ইতি টানল লিভারপুল। ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন সিটি আর ৭৪ পয়েন্ট নিয়ে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে। শেষ ম্যাচ হেরে চার নম্বরে থেকে মৌসুমের ইতি চেলসির। আর টটেনহাম হটস্পার্সের কাছে নাটকীয় হারে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থেকে মৌসুম শেষ করল লেস্টার সিটি।

এছাড়াও শেফিল্ড ইউনাইটেড, ওয়েস্ট ব্রুম এবং ফুলহামের অবনমন নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

২০২০/২১ মৌসুম অল রেডস ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ তিন নম্বরে লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর