Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকাকে ২৫৮ রানের টার্গেট দিল বাংলাদেশ


২৩ মে ২০২১ ১৭:০০ | আপডেট: ২৩ মে ২০২১ ১৭:০৫

শুরুতে শ্রীলংকান বোলারদের দাপট থাকলেও মাঝের ওভারগুলোতে দারুণ এক জুটি গড়লেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া শুরুতে তামিম ইকবালের ফিফটি ও শেষ দিকে আফিফ হোসেন ধ্রুবর কার্যকারি একটা ইনিংসের ওপর ভর করে প্রথম ওয়ানডেতে ২৫৭ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে শ্রীলংকাকে করতে হবে ২৫৮ রান।

বাংলাদেশ নিশ্চয় আরও বড় ইনিংস আশা করছিল। তবে উইকেটের চরিত্র এবং বাংলাদেশের বোলিং আক্রমণ বিবেচনায় বলতে হবে, এই রান করাটা সহজ হবে না সফরকারী শ্রীলংকার।

বিজ্ঞাপন

রোববার (২৩ মে) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুর দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশি ব্যাটারদের বেঁধে রাখতে পেরেছে শ্রীলংকান বোলাররা। প্রথম দশ ওভারে লিটন দাসকে হারিয়ে মাত্র ৪০ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

লিটন দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দুশ্মন্ত চামিরার বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন শূন্য রানে। তিনে নেমে সাকিব আল হাসান সফল হতে পারেননি। দলীয় ৪৩ রানের মাথায় ৩৪ বলে ১৫ রান করে আউট হয়েছেন। তারপর মুশফিকুর রহিম ক্রিজে এলে সেখান থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো শুরু।

তৃতীয় উইকেটে তামিম-মুশফিক ৫৬ রান তুলে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠেছেন। তবে দলীয় ৯৯ রানের মাথায় তামিম এবং পাঁচে নামা মোহাম্মদ মিঠুন ফিরে গেলে ফের বিপদে পড়ে যায় বাংলাদেশ। মিঠুন রানের খাতা খোলার আগেই ফিরে জান। তামিম ৭০ বলে ৬টি চার ১টি ছক্কায় করেন ৫২ রান।

বাংলাদেশের সবচেয়ে বড় জুটিটা হয়েছে এরপরই। বিপদের মধ্য থেকে পঞ্চম উইকেটে ১০৯ রান যোগ করেন মাহমুদউল্লাহ-মুশফিক। দুজনই ইনিংস গড়েছেন অনেকটা একই ভাবে। শুরুতে সময় নিয়েছেন, সেট হওয়ার পর হাত খুলেছেন। মুশফিক যেমন সাবলীল ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল সেঞ্চুরি সময়ের ব্যাপার মাত্র। কিন্তু লাকসাম সান্দাকানকে স্লগ সুইপ করতে গিয়ে ইসুরো উদানার হাতে ক্যাচ দিলেন ব্যাক্তিগত ৮৪ রানের মাথায়। এই স্লগ সুইপে অবশ্য বেশ কিছু রানও করেছেন আজ। তার ৮৭ বলের ইনিংসটিতে চারের মার ৪টি, ছক্কা ১টি।

বিজ্ঞাপন

সঙ্গী ফেরার পর মাহমুদউল্লাহ একটু ধীরগতির হতে চাইলেন কিনা কে জানে! হাফ সেঞ্চুরির পর বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ রিয়াদ ফিরেছেন ৭৬ বলে ২টি চার ১টি ছয়ে ৫৪ রান করে। এরপর শেষ দিকে তরুণ আফিফ হোসেন ধ্রুব ও পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন দারুণ একটা জুটি গড়ে দলকে আড়াইশর ওপরে নিয়েছে।

আফিফ ২২ বল খেলে ৩টি চারে করেছেন ২৭ রান। সাইফউদ্দিন ৯ বলে করেছেন ১৯। শ্রীলংকার হয়ে ধনঞ্জয়া ডি সিলভা ৪৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর