Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশা জাগিয়ে ফিরলেন সাকিব, টাইগারদের দলীয় অর্ধশতক

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২১ ১৪:০৫ | আপডেট: ২৩ মে ২০২১ ১৫:০১

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাসের (০) উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আর তখনই উইকেটে আসেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসান দেখে শুনে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। গুনাথিলাকার বলে সাকিব ফেরেন মাত্র ১৫ রান করে।

ইনিংসের দ্বিতীয় ওভারে লিটন দাস শূন্য রানে ফিরলে তিন নম্বরে ব্যাট করতে আসেন সাকিব। শুরু থেকেই দেখে শুনেই ব্যাট চালাচ্ছিলেন তিনি। একের পর এক ডট খেললেও উইকেটে টিকে থেকে সঙ্গ দিচ্ছিলেন তামিমকে।

বিজ্ঞাপন

তামিমের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে ১৩তম ওভারের প্রথম বলে গুনাথিলাকার স্লোয়ারে উইকেট ছেড়ে এসে বোলারের মাথার ওপর দিয়ে উড়িয়ে মারলেও বল সীমানা অতিক্রম করতে পারেনি। লং অনে দাঁড়িয়ে থাকা নিশাঙ্কার হাত পর্যন্তই পৌঁছাতে পারে সাকিবের শট।

আর সাকিবের উড়িয়ে মারা বল সহজেই তালুবন্দি করেন নিশাঙ্কা। এতেই দলীয় ৪৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এর কিছুক্ষণ পরেই মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলীয় অর্ধশতক পূর্ণ করেন অধিনায়ক তামিম।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৪তম ওভার শেষে ২ উইকেটে ৫০ রান। উইকেটে আছেন, তামিম ইকবাল (২৭) এবং মুশফিকুর রহিম (৪)।

সারাবাংলা/এসএস

ওয়ানডে সিরিজ প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম শ্রীলংকা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর