বাংলাদেশ একাদশে নেই সৌম্য, মোসাদ্দেক
২৩ মে ২০২১ ১২:৫৮ | আপডেট: ২৩ মে ২০২১ ১৪:১১
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশে নেই টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার ও লোয়ার মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ মিঠুন ও তরুণ আফিফ হোসেন ধ্রুব।
বোলিং বিভাগে তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আর স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন মেহেদি হাসান মিরাজ।
এর আগে রোববার (২৩ মে) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ: কুশল পেরেরা, ধানুস্কা গুনাথিলাকা, পা্থুম নিশাংকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন সানাকা, আশেন বানদারা, ওয়ানিনদু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকশান সানদাকান ও দুমশন্থ চামারা।
সারাবাংলা/এমআরএফ/এসএস
টপ নিউজ প্রথম ওয়ানডে বাংলাদেশ একাদশ বাংলাদেশ বনাম শ্রীলংকা শ্রীলংকা একাদশ