Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকা দলে করোনার হানা এক ক্রিকেটার আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২১ ১১:১৭ | আপডেট: ২৩ মে ২০২১ ১৩:০০

দুসংবাদটি এল বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর ঠিক ৪ ঘণ্টা আগে। লংকান দলের অলরাউন্ডার শিরান ফার্নান্দো করোনা পজিটিভ। বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের আগে গতকাল দুই দলের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। যেখানে শিরান ফার্নান্দোর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তবে ভালো খবর হলো, বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়নি।

রোববার (২৩ মে) নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি’র একটি সূত্র সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সূত্রটি জানিয়েছে, ‘শ্রীলংকা দলের এক ক্রিকেটার শিরান ফার্নান্দো করোনা পজিটিভ। বাকি সবার রিপোর্টই নেগেটিভ এসেছে। বাংলাদেশ দলের সবার রিপোর্টও নেগেটিভ এসেছে। সিরজটি মাঠে গড়ান নিয়ে কোনো শঙ্কা নেই। প্রথম ওয়ানডে খেলতে ইতোমধ্যেই দুই দলই টিম হোটেল থেকে সিরিজের ভেন্যু মিরপুর শের-ই-বাংলার উদ্দেশে রওনা দিয়েছে।’

এদিন সকালেই চাউর হয়, শ্রীলংকান দলের দুই ক্রিকেটার ইসুরু উদানা, শিরান ফার্নান্দো ও পেস বোলিং কোচ চামিন্দা ভাস করোনা পজিটিভ হয়েছেন। ফলে প্রথম ওয়ানডে তো বটেই সিরিজই বাতিল হয়ে যাচ্ছে।

কিন্তু সূত্রটির দেওয়া তথ্যে অবশেষে স্বস্তির বার্তা মিলল। সিরিজ পন্ড হচ্ছে না, প্রথম ওয়ানডেও যথাসময়েই গড়াচ্ছে।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ওয়ানডে সিরিজ করোনার হানা প্রথম ওয়ানডে বাংলদেশ বনাম শ্রীলংকা সিরিজ স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর