জয় দিয়েই মৌসুম শেষ করল বার্সা
২৩ মে ২০২১ ০০:৩১ | আপডেট: ২৩ মে ২০২১ ০১:১৩
লা লিগা জয়ের আশা শেষ হয়েছিল গত সপ্তাহেই। তবে মৌসুমটা জয় দিয়ে শেষ করতে চাইছিল বার্সেলোনা। তবে এইবারের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচেও জয় হাতছাড়া করতে বসেছিল কাতালান ক্লাবটি। ম্যাচের ৮১তম মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে কোনো রকমে জয় নিয়ে মৌসুমের ইতিটানে রোনাল্ড কোম্যানের দল। এদিকেই লিগের শেষ রাউন্ডের নাটকীয়তায় সাত বছর পর লিগ শিরোপা ঘরে তুলল অ্যাটলেটিকো মাদ্রিদ আর দুই পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে ইতি টানল রিয়াল মাদ্রিদ। আর রোনাল্ড কোম্যানের বার্সেলোনার সন্তুষ্ট থাকতে হলো তিন নম্বরে থেকেই।
ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের ৩০তম মিনিটে দারুণ এক সুযোগ পায় এইবার। তবে বার্সা গোলরক্ষক নেতোর দুর্দান্ত সেভে এ যাত্রায় রক্ষা পায় তারা। এরপর ম্যাচের ৩৯তম মিনিটে সার্জিও বুস্কেটসের দারুণ পাস থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন গ্রিজম্যান।
দ্বিতীয়ার্ধে একাদশে তিন পরিবর্তন আনেন কোম্যান। মিনগেসা, ফ্রান্সিসকো ত্রিনকা ও জুনিয়র ফিরপোকে তুলে নেন, নামান জর্দি আলবা, মার্টিন ব্র্যাথওয়েট ও স্যামুয়েল উমতিতিকে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন ইলাইশ মোরিবা।
খেলার ৭০ মিনিটে ওসমান দেম্বেলের একক প্রচেষ্টায় দারুণ এক সুযোগ আসে বার্সা তবে ডি বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নিলে গোল পায়নি কাতালান ক্লাবটি। এরপর ম্যাচের ৮১তম মিনিটে গ্রিজমানের চমৎকার অ্যাক্রোবেটিক গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দেম্বেলের ক্রস এইবারের একজনের মাথা ছুঁয়ে বল পান গ্রিজম্যান। সেখান থেকেই দুর্দান্ত শটে দলকে এনে দেন জয়সুচক গোলটি।
এই জয়ে ৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে থেকে আসর শেষ করল বার্সেলোনা। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে রিয়াল ভায়োদলিদকে ২-১ গোলে হারিয়ে ৭ বছর পর লিগ শিরোপা জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের পয়েন্ট ৮৬। আর ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ।
সারাবাংলা/এসএস