টানা হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ
২২ মে ২০২১ ২০:০৪
আমরা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সন্দেহ নেই। তবে ভুল থেকে শিখতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। অতীতে পড়ে থাকার কোনো যৌক্তিকতা নেই।- কথাগুলো রাসেল ডমিঙ্গোর। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগের দিন বলছিলেন বাংলাদেশের হেড কোচ। দল যে বাজে সময় কাটাচ্ছে সেটা অকপটেই স্বীকার করলেন ডমিঙ্গ। তবে দক্ষিণ আফ্রিকান কোচ এটাও বুঝিয়েছেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে মরিয়া।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে সর্বশেষ দশ ম্যাচে জয়হীন বাংলাদেশ। নয়টিতে হার, অন্যটি ড্র। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট হেরে নিউজিল্যান্ডে গিয়ে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। তারপর শ্রীলংকায় গিয়ে দুই টেস্টের একটিতে ড্র করে অন্যটি হেরেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। হারের এই বৃত্ত বাংলাদেশ যে ভাঙতে চাইবে ডমিঙ্গো না বললেও বুঝা যেতো।
জয়ের ধারায় ফিরতে সবচেয়ে ভালো সুযোগটাই অবশ্য পাচ্ছে বাংলাদেশ। দেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বরাবরই ভালো দল। প্রতিপক্ষ হিসেবে শ্রীলংকাকেও খুব কঠিন বলার সুযোগ নেই।
দেশের মাঠে বাংলাদেশ কতোটা ভালো ওয়ানডে দল পরিসংখ্যানে চোখ রাখলেও তার ভালো ধারণা পাওয়া যাবে। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে দেশের মাটিতে মাত্র একটি ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা, সেটা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।
দলীয় শক্তির কথা চিন্তা করলেও বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে। ফিরে আসা পেসার তাসকিন আহমেদ দুর্দান্ত ফর্মে আছেন। আইপিএলে দারুণ বোলিং করা মোস্তাফিজুর রহমান আছেন সঙ্গে। স্পিন বিভাগে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ জুটি বেশ শক্ত। মিরাজ বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ের পাঁচ নম্বর বোলার। ব্যাটিংয়ে ফর্মে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুহমুদউল্লাহ রিয়াদরা।
শ্রীলংকার সফরে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা তামিম প্রস্তুতি ম্যাচেও দারুণ ব্যাটিং করেছেন। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুবরা রান পেয়েছেন প্রস্তুতি ম্যাচে। সাকিব আল হাসানের ফেরা শক্তি অনেকটা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের। সাকিব মানে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগই আরও শক্ত হওয়া। ডমিঙ্গো যেমনটি বলছিলেন, ‘অবশ্যই সাকিবের ফেরা স্বস্তির বিষয়। গত কয়েক বছর ধরে তাকে নিয়মিত পাওয়া যাচ্ছে না। এমন জায়গায় খেলা অনেক কঠিন। তাই তার মত অভিজ্ঞ কাউকে পাওয়া বড় প্রাপ্তি। তাকে খেলতে দেখতে মুখিয়ে আছি।’
ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল একদিন আগেই বলেছেন, তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন সাকিব। আজ ডমিঙ্গো আভাস দিয়েছেন তিন পেসার খেলানোর। সে হিসেবে একাদশ কেমন হচ্ছে যাচ্ছে তার একটা ধারণা পাওয়াই যাচ্ছে। পেস আক্রমণের দায়িত্ব থাকতে পারে তাসকিন, মোস্তাফিজ ও সাইফ উদ্দিনের কাঁধে। স্পিনে সাকিবের সঙ্গে মিরাজ। চোট কাটিয়ে ওঠা মাহমুদউল্লাহ রিয়াদও স্পিন বোলিং করতে প্রস্তুত।
ব্যাটিংয়ে তামিম, লিটন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, আফিফের সঙ্গে সৌম্য সরকারকে দেখা যেতে পারে। আবার সৌম্যর বদলে মোহাম্মদ মিঠুনকেও বিবেচনায় রাখতে পারে দল। রাসেল ডমিঙ্গ ম্যাচের আগের দিন বেসিক ঠিক রাখার কথা বলছিলেন বারবার, ‘আমাদের বেসিক ভালো করতে হবে। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে আমাদের বেসিক ভালো হচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছিল। আমরা বেসিকে মনোযোগ দিতে চাই। খুব জটিল করে ভাবার কিছু নেই। বেসিক ঠিক রাখলেই হবে। এই ফরম্যাটে এটুকু করতে পারলেই সাফল্য পাওয়া সম্ভব।’
পালাবদলের মধ্যে থাকা শ্রীলংকা কয়েক বছর ধরেই নিজেদের হারিয়ে খুঁজছে। বাংলাদেশ সফরে আসেননি অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। অনেকটা তারুণ্য নির্ভর দল নিয়েই বাংলাদেশে খেলতে এসেছেন লংকানরা। তবুও কোমড় বেঁধেই নামতে হবে বাংলাদেশকে। কারণ শ্রীলংকার তরুণ দলটি বেশ প্রতিশ্রুতিশীল। বাংলাদেশকে ভড়কে দেওয়ার মতো যথেষ্ট ক্রিকেটার আছে সফরকারীদের দলে।
ম্যাচের আগে আজ ডমিঙ্গও বলে গেলেন সেই কথা, ‘শ্রীলঙ্কার দুই-একজন বড় খেলোয়াড় এবার নেই। চান্ডিমাল নেই, ম্যাথুস নেই। তবে তাদের হাই কোয়ালিটি খেলোয়াড় আছে, কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। তরুণ দলটি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে যা আমাদের চাপের কারণ হতে পারে।’
চেনা কন্ডিশনে পছন্দের ফরম্যাটে বাংলাদেশ তারুণ্যনির্ভর শ্রীলংকার মুখোমুখি হবে আগামীকাল দুপুর ১টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।