জাতীয় দলের টাইটেল স্পন্সর আলেশা মার্ট
২২ মে ২০২১ ১৯:৪৭ | আপডেট: ২২ মে ২০২১ ১৯:৫৮
দুই বছরের বেশি সময়ের জন্য (২৮ মাস) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হল আলেশা হোল্ডিংস। ২৩ মে শুরু হওয়া শ্রীলংকা সিরিজ থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সকল হোম সিরিজের টাইটেল স্পন্সর থাকবে দেশের শীর্ষ এই ব্যবসা প্রতিষ্ঠানটি। ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের স্বত্ব কিনে নেয় ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। পরে বিজ্ঞাপনী এই সংস্থা থেকে স্পন্সরশিপ কিনে নেয় আলেশা হোল্ডিংস ও ওয়ালটন।
পাশাপাশি টাইগারদের সহযোগিতায় বা পাওয়ার্ড বাই হিসেবে থাকবে ওয়ালটন। আর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ের দায়িত্বে থাকবে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সম্মান জানাতে আসন্ন সিরিজের নামকরণ করা হয়েছে- ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেড বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন।’
শনিবার (২২ মে) হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলায় এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, আলেশা মার্টের কর্মকর্তা নাহিদ জাহান ও ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম।
টিম স্পন্সর, কিট স্পন্সর এবং সম্প্রচার স্বত্ব বিক্রির পর দুই বছরের জন্য হোম সিরিজের টাইটেল স্পন্সর এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্বর জন্য দরপত্র আহ্বান করে বিসিবি। যেখানে ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয় ২৬ কোটি টাকা। সর্বোচ্চ ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের স্বত্ব কিনে নেয় ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। পরে বিজ্ঞাপনী এই সংস্থা থেকে স্পন্সরশিপ কিনে নেয় আলেশা হোল্ডিংস ও ওয়ালটন।