Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার বিশ্বকাপ ফাইনাল খেলবে বাংলাদেশ


২২ মে ২০২১ ১৮:৪৪

গত বছর তরুণ ক্রিকেটাররা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন বাংলাদেশকে। কাল আরেকবার বিশ্বজয়ী হওয়ার সুযোগ আসছে। সুইজারল্যান্ডের লুজানে চলমান বিশ্বকাপ আর্চারির স্টেজ টু’র রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে কাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

অর্থাৎ রোববার নেদারল্যান্ডসকে হারাতে পারলে বিশ্বজয়ী হবে বাংলাদেশ। লুজানে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। নেদারল্যান্ডস আর্চারিতে বেশ শক্তিশালী। তবুও বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটির সাম্প্রতিক ফর্ম।

বিজ্ঞাপন

রোমান সানার দিকে সব সময়ই আলাদা নজর থাকে। লুজানে একক প্রতিযোগিতায় অবশ্য ভালো করতে পারেননি এবার। তবে দিয়া সিদ্দিকীকে নিয়ে দ্বৈত লড়াইয়ে ঠিকই চমকে দিয়েছেন।

গত বৃহস্পতিবার (২২ মে) বেশ কয়েকবার চমকে দিয়েছে সানা-দিয়া জুটি। ওই দিন প্রথম রাউন্ডের লড়াইয়ে র‍্যাংকিংয়ের ১৬ নম্বর দল ইরানকে ৫-৩ ব্যবধানে হারায় সানা-দিয়ার বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জার্মানি, যারা কিনা আর্চারির এক নম্বর র‍্যাংকিংধারী দল। সবাইকে চমকে দিয়ে সেই জার্মানিকে ৫-১ সেটে উড়িয়ে কোয়ার্টার নিশ্চিত করে সানা-দিয়া। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে র‍্যাংকিংয়ের ৯ নম্বরে থাকা স্পেনকে ৫-৪ সেটে হারায় সানা-দিয়া জুটি।

ফাইনালে ওঠার লড়াইয়ে অর্থাৎ সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কানাডা। র‍্যাংকিংয়ের ১২ নম্বরে থাকা দলটিকে ৫-৩ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সানা-দিয়া জুটি।

এগিয়ে থাকা দলগুলোকে উড়িয়ে ফাইনাল পর্যন্ত গেছে বলেই সানা-দিয়াকে নিয়ে আরও বড় স্বপ্ন বাংলাদেশের। দেশকে বিশ্বজয়ী বানাতে কাল তারাও নিশ্চয় সবটা উড়ার করে লড়বেন।

বিজ্ঞাপন

আর্চারি দিয়া সিদ্দিকী রোমান সানা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর